সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৭৫ ব’ছ’র প’র পা’কি’স্তা’ন নি’বা’সী মু’স’লি’ম বোনে’র স’ঙ্গে দেখা হলো জলন্ধর নি’বা’সী শি’খ দাদা’র

৭৫ বছর পর পাকিস্তান নিবাসী মুসলিম বোনের সঙ্গে দেখা হলো জলন্ধর নিবাসী শিখ দাদার

৭৫ বছর আগে ভারত পাকিস্তান ভাগের সময় বহু পরিবারকে নিজেদের বাড়িঘর আত্মীয়-স্বজন ছেড়ে চলে যেতে হয়েছিল। এই সময় অনেকেই নিজেদের কাছের মানুষকে হারিয়ে ফেলেন। সীমান্তের দুই প্রান্তে থেকে এই দুঃসহ য’ন্ত্র’ণা তারা ভো’গ করেছেন। অনেকে তো এও জানেন না তাদের আপনজন বেঁচে রয়েছেন কিনা। তবে পাকিস্তানের কর্তারপুরের গুরুদ্বার দরবার শাহিবে এক দাদা বহু বছর বাদে তার বোনের খোঁজ পেলেন।

পাকিস্তান নিবাসী মুসলিম বোনের সঙ্গে দেখা হলো জলন্ধর নিবাসী শিখ দাদার। ওই ব্যক্তির নাম অমরজিৎ সিংহ। দাদাকে আগলে সান্ত্বনা দিতে দেখা গেল বোন কুলসুম আক্তারকে। এই দৃশ্য দেখে চোখের জল চলে এসেছে নেটিজেনদের। দেশভাগের সময় অমরজিৎ এবং তার বোনকে ভারতবর্ষে রেখে পাকিস্তানে চলে গিয়েছিলেন তাদের মুসলিম বাবা-মা।

৭৫ বছর পর পাকিস্তানের ভিসা নিয়ে কর্তারপুরে বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অমরজিৎ। সেখানে তার ৬৫ বছরের বোন কুলসুমকে দেখে আবেগে ভাসলেন তিনি। সঙ্গে তাদের ছেলে শাহজাদ আহমদ ছিলেন। ১৯৪৭ সালে পাকিস্তানে চলে আসার পর অমরজিতের বাবা-মা কুলসুমের জন্ম দেন। তারা কুলসুমকে জানিয়েছিলেন দেশভাগের সময় তারা তাদের সন্তানদের ভারতে ফেলে আসেন।

১৯৪৭ সালে বাবা-মা ফেলে দেওয়ার পর অমরজিৎকে একটি শিখ পরিবার দত্তক নিয়ে নেয়। অমরজিৎ যখন প্রথম জানতে পারেন তার জন্মদাতা বাবা-মা আসলে মুসলিম এবং তারা পাকিস্তানে থাকেন তখন তিনি বেশ ভেঙ্গে পড়েন। পরে তিনি জানতে পারেন তার ভাই-বোনেরা পাকিস্তানে রয়েছেন। তখনই তিনি ঠিক করেন জীবনে অন্তত একবারের জন্য হলেও ভাই-বোনেদের সঙ্গে তিনি দেখা করবেন।