সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

CBI ত’দ’ন্তে এবার অনুব্রত মি’থ্যা প্রমাণিত হলেন, এখন কি সত্যিই বি’পা’কে কেষ্ট?

সারাদেশে গভীর প্রভাব ফেলেছে রামপুরহাট অগ্নিকাণ্ড এবং সেখানে একাধিক মানুষের খুনের ঘটনা। পুলিশ থেকে বিরোধী দল, হাইকোর্ট থেকে সিবিআই সর্বত্র যেন বিতর্ক জড়িয়ে রয়েছে।

রামপুরহাট কাণ্ডে প্রথমে ভাদু শেখ নামে তৃণমূলের এক নেতা খুন হয় এবং এরপর বেশ কিছু বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। এর ফলে বহু মানুষ প্রাণ হারান। একটি সাক্ষাৎকারে এরপরে অনুব্রত মণ্ডল জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক শর্ট সার্কিটের জন্য হয়েছে।

এর ফলে তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দেয়। এরপর থেকে বিরোধীরা একাধিক বার সোচ্চার হয় এবং মামলাটি হাইকোর্টে গেলে আদালত পুলিশের হাত থেকে এর দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেয়।  এবার সিবিআই তদন্ত শুরু করতেই এফআইআর পেশ করলো।

আরো পড়ুন: এই ৫ টি লক্ষণে বু’ঝে নিন শরীরে আয়রনের ঘা’ট’তি রয়েছে কি না!

সেখানে অনুব্রত মণ্ডলের মন্তব্য সেই দাবি মিথ্যে প্রমাণিত হয়েছে। জানা যাচ্ছে, সিবিআইয়ের সেই এফআইআর-এ বলা হয়েছে, রামপুরহাটের বাগটুই-তে ভাদু শেখ নামে এক ব্যক্তি খুন হন এবং তারপর তার বদলা নেওয়ার জন্যই বেশকিছু মানুষ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় এবং সে সকল বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এর ফলে সেখানে একাধিক মানুষ প্রাণ হারান।