সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীনা কোম্পানিগুলো এবার মুখ থু’ব’ড়ে পড়বে, প্রিমিয়াম ফিচার্স সহ স্মার্টফোন আনছে ভারতীয় কোম্পানি

নয়ডার মোবাইল সংস্থা লাভা (Lava) ভারতে লঞ্চ করল লাভা ব্লেজ(Lava Blaze)। এই ফোন বাজারে এনেছে Xiaomi, Realme-র মতো চিনা কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় 9,000 টাকার কম দামে ।

Lava-র নতুন এই বাজেট স্মার্টফোনে থাকছে MediaTek Helio A22 চিপসেট। মোবাইল সংস্থাটি দামে সস্তা হলেও এই ফোনে ফিচার্সের সঙ্গে কোন আপোষ করেনি।

অন্যান্য প্রিমিয়াম ফোনের মতোই এই ফোনেও থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা ও হোল পাঞ্চ ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি 5,000 mAh ব্যাটারি।

এই ফোনে ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করে 6GB পর্যন্ত RAM ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। 3GB RAM + 64GB স্টোরেজে Lava Blaze -এর দাম 8,699 টাকা। কালো, নীল ও লাল রঙে এই ফোন পাওয়া যাবে।

এই ফোনের বুকিং ইতিমধ্যেই ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে শুরু হয়েছে। Flipkart ও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে 14 জুলাই এই ফোন বিক্রি শুরু হবে। প্রথম 1000 প্রি-বুকিং গ্রাহককে সম্পূর্ণ বিনামূল্যে Lava Probuds 21 দেবে সংস্থাটি।