সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহানন্দায় ধ’রা পরলো দৈ’ত্যা’কা’র মা’ছ, কত টা’কা’য় বেঁচলেন ওই যুবক জানেন কি?

জন্মাষ্টমীর দিনে লাভবান হলেন এক মৎস্যজীবী। মহানন্দা নদীর চড়ায় মাছ ধরতে গিয়ে বিশাল আকৃতির এক মাছ উদ্ধার করেছেন তিনি। এই মাছ আড় নাকি বোয়াল, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেননি স্থানীয় মানুষেরা। তবে মাছটি যে ক্ষতিকারক নয় সে সম্পর্কে তারা নিশ্চিত। ৪০ কেজি ওজনের এই মাছটিকে দেখার জন্য মুহূর্তের মধ্যে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষেরা। মাছের ছবি তুলে নেট মাধ্যমে ছাড়তেই তা ভাইরাল হয়ে যায়।

বাঘা মাছে লক্ষ্মী লাভ

৪০ কেজি ওজনের এই মাছটি ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন উদ্ধারকারী ওই যুবক। কেটে বাদ দিয়ে মোটামুটি ৩৫ কেজির মাছ বিক্রি করেছেন তিনি। যা থেকে তিনি প্রায় ১৭-১৮ হাজার টাকা এক দিনে আয় করে ফেলেছেন। তারমধ্যে কিছুটা আবার নিজের বাড়িতেও নিয়ে গিয়েছেন তিনি। ফুলবাড়ি মহানন্দা নদীর ব্যারেজে সোমবার সকালে প্রায় ৪০ কেজি ওজনের এই মাছটি ধরা পড়েছিল। মহানন্দা নদীর জল কমে যাওয়াতে মাছটি ব্যারেজে আটকা পড়ে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।

মাছটিকে ওইভাবে আটকা পড়তে দেখে তাকে টেনে ডাঙ্গায় তোলেন এক যুবক। এত বড় মাছ দেখে রীতিমতো বিপাকে পড়ে যান তিনি। এত করে মাছ কিভাবে কেটে খাবেন? এই প্রশ্ন তার মনে জাগে। এর পরেই মাছটিকে সেইখানেই কেটে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। করোনা পরিস্থিতিতে চারিদিকে অর্থনৈতিক অবস্থা যেখানে মন্দা, সেখানে হাতের কাছে এমন জলজ্যান্ত লক্ষ্মী এসে যাওয়াতে বেশ খুশি হয়েছেন ওই যুবক।