সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি বিনা খর’চে Netflix দেখতে চান? রইলো দু’র্দা’ন্ত টি’প’স

১৯৯৭ সালের ২৯ আগস্ট রিড হ্যাস্টিংস এবং মার্ক রেন্ডোল্ফ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে নেটফ্লিক্স চালু করেন।নেটফ্লিক্স একটি অতি পরিচিত OTT প্ল্যাটফর্ম যা চলচ্চিত্র এবং ছোট পর্দার ধারাবাহিক, ওয়েব সিরিজের সম্প্রসারণ করে। প্রতিষ্ঠানটির সদর দফতর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস গ্যাটস শহরে।

২০১৬ সালে ভারতে নিজেদের পরিষেবা চালু করে নেটফ্লিক্স। ২০২০ সাল পর্যন্ত, সারা বিশ্বে নেটফ্লিক্স এর সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ১৯৫ মিলিয়নেরও বেশি।বিশ্বের ১৯০ টির বেশি দেশে নেটফ্লিক্স রয়েছে। এর সর্বনিন্ম সাবস্ক্রিপশন মাসিক ১৪৯ টাকা থেকে শুরু।

কিন্তু ভালো পিকচার কোয়ালিটির মত আরও অন্যান্য সুযোগ সুবিধা পেতে আপনাকে খরচ করতে হতে পারে আরও অনেক বেশি টাকা।এই অতিরিক্ত খরচের হাত থেকে বাঁচতে আপনি নিচের পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেন।

আনলিমিটেড কলিং,১০০টি SMS ও ডেটা ফিচার্স ছাড়া মোবাইল আজ অচল।সেই মোবাইল রিচার্জের সঙ্গেই নেটফ্লিক্স সাবস্ক্রিপশন মিলছে এখন। বিভিন্ন টেলিকম সংস্থাগুলি নিয়ে এসেছে এই সুবর্ণ সুযোগ।

আরো খবর: আজ শুক্রবার, সারাদিন কেমন কা’ট’বে দেখে নিন, রইলো রাশিফল (17.02.2023)

যেসব প্যাকের মাধ্যমে মিলবে এই সুবিধা –
জিও ৩৯৯ পোস্টপেড প্ল্যান,
জিও ৫৯৯পোস্টপেড প্ল্যান,
জিও ৯৯৯পোস্টপেড প্ল্যান,
জিও ১৪৯৯পোস্টপেড প্ল্যান,
এয়ারটেল ১১৯৯পোস্টপেড প্ল্যান,
এয়ারটেল ১৪৯৯ পোস্টপেড প্ল্যান ইত্যাদি।
তবে আর দেরি কিসের!