সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Fixed Deposit করার সু’যো’গ রয়েছে Google Pay থেকে! ব্যাংকের থেকেও বে’শি সুদ

তথ্য সরবরাহ করা ছাড়াও গুগল তার গ্রাহকদের জন্য একে একে গুগল ম্যাপ, গুগোল পে এর মতো একাধিক পরিষেবা নিয়ে এসেছে। এবার খুব শীঘ্রই ফিক্স ডিপোজিটের নতুন সুবিধা নিয়ে আসছে গুগল। এই পরিষেবা বাস্তবায়িত করতে গুগল ইতিমধ্যেই আর্থিক সংস্থা setu এর সঙ্গে হাত মিলিয়েছে। বর্তমানে মানুষ যেখানে ব্যাংকিং পোস্ট অফিসে টাকা ডিপোজিট করে সুরক্ষা পাচ্ছেন সেখানে গুগলের এই উদ্যোগ অভিনব।

ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসে সুদের বিনিময়ে টাকা নিরাপদে সঞ্চিত রাখতে পারেন গ্রাহক। তবে ব্যাংকের থেকেও নাকি চড়া সুদে গ্রাহকদের ফিক্স ডিপোজিটের সুবিধা দিতে চলেছে গুগল। গুগল পে এর মাধ্যমে যদি ফিক্স ডিপোজিট করা যায় সে ক্ষেত্রে 6.35 শতাংশ হারে সুদ পাওয়া যাবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

গুগলের তরফ থেকে জানানো হয়েছে যে মোবাইলের ওটিপি ব্যবহার করেই ইকুইটি স্মল ফাইন্যান্স ব্যাংক একাউন্ট না থাকলেও ফিক্স ডিপোজিট ওপেন করা যাবে। এজন্য কোনো অফিস বা ব্যাংকে ছোটাছুটি করার দরকার নেই। সেভিংস অ্যাকাউন্ট থেকে কাটা হবে টাকা। এরপর ফিক্স ডিপোজিটের মেয়াদ শেষ হয়ে গেলে টাকা ওই একাউন্টে জমা হবে।

এই পরিষেবা নিতে গেলে প্রথমে আধারের মাধ্যমে কেওয়াইসি আপডেট করতে হবে। এরপর গ্রাহকের ফোনে একটি ওটিপি যাবে। ওই ওটিপি ব্যবহার করে গুগল পের মাধ্যমে ফিক্স ডিপোজিট করা যাবে। API এর বিটা ভার্সন এর মাধ্যমে 3.5 থেকে 6.5 শতাংশ হারে সুদ পাবেন গ্রাহক। 7-29, 30-45, 46-90,91-180, 181-365 দিনের মেয়াদে ফিক্স ডিপোজিট করা যাবে বলে জানানো হয়েছে।