সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মধুবালার জন্য কি নিজের ধর্ম ত্যাগ করেছিলেন? এতদিনে কিশোর কুমারের জীবনের সত্য ঘটনা সামনে এলো

অবশেষে ফাঁস হলো সেই সত্যি! কি সেই সত্যি? আসুন জানা যাক। এই সত্যি কিশোর কুমারের জীবনকে ঘিরে, বহু সময় ধরেই একটি প্রশ্নকে ঘিরে সকলের মনেই ছিল সংশয়, যে কিংবদন্তি অভিনেত্রী মধুবালাকে বিয়ে করার জন্য নাকি কিশোর কুমার নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন।

তবে এই নিয়ে কোন সঠিক তথ্য কোনদিনই পাওয়া যায়নি। অবশেষে মধুবালার বোন মধুরভূষণ জানালেন সেই সত্যি। আমরা জানি জনপ্রিয় অভিনেত্রী মধুবালা যার আসল নাম মুমতাজ জাহান বেগম, যিনি মাত্র ৩৬ বছর বয়সের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তাঁর জীবন মোটেও সুখময় ছিল না, তাঁর দিলীপ কুমারের সঙ্গে প্রেম ভাঙ্গার পর আঁকড়ে ধরেছিলেন কিশোর কুমারকে, কিন্তু তাও স্থায়ী হয়নি। তাঁর কিছু বছর আগেই অর্থাৎ ১৯৬০ সালে কিশোর কুমার তাঁকে বিয়ে করেন, তার পর পরই মধুবালা লন্ডনে চলে যান নিজের চিকিৎসার জন্য।

আরো পড়ুন: বানর থেকে মানুষে পরিণত হওয়ার গ’ল্পে নয়া মো’ড়! ১০ লক্ষ বছর পু’রা’নো ছিল আমাদের পূর্বজরা

এই মধুবালাকে বিয়ে করার জন্যই নাকি ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন কিশোর কুমার, এমনটাই রটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুবালার বোন মধুর জানান মোটেও নিজের ধর্ম পরিবর্তন করেন নি, কিশোর কুমার হিন্দু ছিলেন এবং হিন্দু হয়েই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

কিশোর কুমার ও মধুবালার দাম্পত্য জীবন ১৯৬৯ সালে শেষ হয়, বিয়ের প্রায় ৯ বছর শয্যাশায়ী ছিলেন মধুবালা, তবে শোনা যায় শেষ জীবনে কিশোর কুমার তাঁকে ছেড়ে চলে যান, যদিও এই নিয়ে রয়েছে নানান বিতর্ক।