সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনিয়মিত হৃদস্পন্দন! জানিয়ে দিলো হাতে থাকা Apple ঘড়ি, স্ট্রো’ক থেকে র’ক্ষা পেলেন যুবক

করোনা মহামারির পর মানুষের স্বাস্থ্যসচেতনতা স্বাভাবিকভাবেই অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। মানুষ প্রতি মুহূর্তে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে নির্ভরশীল হয়ে পড়ছে প্রযুক্তির উপর। আর এই প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে, স্মার্টফোনের পর যে যন্ত্রটি মানুষের রোজকার জীবনে জায়গা করে নিয়েছে তা হল স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ প্রকৃতপক্ষে হলো একটি উন্নতমানের ছোট গণকযন্ত্র বা মিনি কম্পিউটার ডিভাইস যা দেখতে একেবারে হাতঘড়ি বা রিস্ট ওয়াচের মতো।

যেকোনো সাধারণ ঘড়ির মতো দেখতে হলেও, এই স্মার্ট ওয়াচ সময় দেখানো ছাড়াও বিভিন্ন রকম কাজ করতে পারে।এই স্মার্ট ঘড়ির সাহায্য নিয়ে আপনি থার্মোমিটার, ক্যালকুলেটর, এমনকি কম্পাসের কাজও করতে পারেন। তবে অনেকক্ষেত্রেই প্রয়োজন ইন্টারনেট ব্যবস্থার।

এমনকি ব্লাড প্রেসার,হার্ট রেটও মাপা যায়। অ্যাপলের হাতঘড়ি বা স্মার্ট ওয়াচ এবার বাঁচিয়ে দিল একজনের প্রাণ। ঘরিতেই তিনি দেখতে পান হৃদ্‌স্পন্দন স্বাভাবিক গতিতে চলছে না, তা হয়েগেছে অনিয়মিত । কোনও রকমের উপসর্গও দেখা জয় নি।

আরো খবর: বন্দে ভারত এক্সপ্রেসের রাজকীয় দৌ’ড়! পীযূষ গোয়েলের পো’স্ট করা ভিডিও ভাইরাল

সূত্রে খবর, চিকিৎসা না করালে তাঁর স্ট্রোক হতে পারত। জানা গিয়েছে ব্যাক্তিটি বিবিসি-র কাছে বেডফোর্ডশায়ারের ফ্লিটউইকের বাসিন্দা । নাম অ্যাডাম ক্রফ্‌ট । তিনি জানিয়েছেন, তাঁর হৃদ্‌যন্ত্রে যে সমস্যা হচ্ছে, তা তিনি জানতেই পারতেন না যদি অ্যাপলের ঘড়িটি না থাকত।

সঙ্গে সঙ্গে বেডফোর্ড হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষার পর সেখানকার চিকিৎসকেরা জানান, হৃদ্‌যন্ত্রের আর্ট্রিয়াল ফিবরিলেশন হয়েছে অ্যাডামের। অর্থাৎ তাঁর হৃদ্‌স্পদন নিয়মিত নয়। হাসপাতালে তাঁর দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে।আপাতত তিনি সুস্থ রয়েছেন।