সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ’য়’ঙ্ক’র জ’ঙ্গি হা’ম’লা সোমালিয়ার হোটেলে, মৃ’ত ৮

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২৬/১১-র মুম্বই হামলার ধাঁচেই শুক্রবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুর অদূরে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় জঙ্গিরা। একটা বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে মোগাদিশুর কাছাকাছি হায়াত নামক একটা হোটেলের ভিতর ওই গাড়ি নিয়ে ঢোকে আততায়ীরা।

হামলা চালায় ওই হোটেলের উপরে। এখনো পর্যন্ত আট জন মারা গেছে বলে জানা যাচ্ছে। জখম হয়েছে অনেক মানুষই। এই ঘটনাটির তীব্র নিন্দা করেছেন সোমালিয়ার রাষ্ট্রপতি হাসান শেখ মহামুদ। এছাড়াও, সোমালিয়া পুলিশের মেজর হাসান দাহির সিএনএন-কে জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে এখনও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে।

হামলায় আহত হয়েছে মোগাদিশুর গোয়েন্দা প্রধান মূহদিন মহামেদও বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার দায় স্বীকার করেছে সোমালিয়ার সবথেকে বড় জঙ্গিগোষ্ঠী পশ্চিম আফ্রিকায় আল কায়দার হয়ে কাজ করা জঙ্গী সংগঠন আল শাবাব। প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার সোমালিয়ায় মার্কিন বিমান হানায় আল শাবাবের ১৩ জন সদস্য মারা যায়।

আরো পড়ুন: স্বামী-কেরিয়ার সব ছে’ড়ে হিমালয়ে চ’লে গেলেন এই অভিনেত্রী, নিলেন স’ন্ন্যা’স

সেই আক্রমণের বদলা নিতেই মোগাদিশুর হোটেলে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
আসলে ইসলামিক জঙ্গি সংগঠন আল শাবাবকে রুখতে স্থানীয় সরকারের আবেদনে গত মে মাসে সোমালিয়ায় ফৌজ পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলস্বরূপ, এই জঙ্গি সংগঠনের এত জন মানুষের মৃত্যুর জন্যই সোমালিয়ায় এই আক্রমন বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।