সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারি স্কুলে এবার থে’কে অঙ্ক-ইংরেজি পড়াবেন সিভিক ভলান্টিয়াররা, জানুন বি’শ’দে

সিভিক ভলান্টিয়ারদের কাজ হলো পুলিশ এর নির্দেশে, পুলিশের সহযোগী হিসেবে স্থানীয় এলাকায় কাজ করা । এইগুলোর মধ্যে বিশেষ ভাবে যে কাজগুলো করতে হয় -যানবাহন নিয়ন্ত্রণ ও বিভিন্ন মেলা ও অনুষ্টানের ভিড় কে নিয়ন্ত্রণ করা যাতে কোন গন্ডগোল না ঘটে । এদের সাধারণত প্রতিদিন ডিউটি করতে হয় না । কাজ অনুযায়ী তারা মাসিক পারিশ্রমিক পেয়ে থাকেন ।

এবার থেকে সরকারি বিদ্যালয় গুলিতে শিক্ষকতাও করতে দেখা যাবে এই সিভিক ভলান্টিয়ারদের। এই নতুন পরিকল্পনাটি নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ।এর নাম দেওয়া হয়েছে ‘ অঙ্কুর ‘। গতকাল বাঁকুড়া পুলিশ সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছে ,’ যে বিদ্যালয় গুলিতে শিক্ষকদের সংখ্যা কম,সেসব বিদ্যালয়ের পড়ুয়াদের যাতে কোনো অসুবিধা না হয় সে জন্যই এই উদ্যোগ।’

কিছু স্কুল নির্ধারণ করা হয়েছে যেখানে শিশুদের গণিত ও ইংরাজি পড়াবেন সিভিক ভলান্টিয়াররা। সূত্রে খবর প্রতিদিন স্কুল শেষের পরই এক্সট্রা ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা। বাঁকুড়ার জঙ্গলমহলের ৫টি থানা এলাকার ৫টি স্কুল ও অন্যান্য থানা এলাকায় ১২৪টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে।

আরো খবর: আজ বৃহস্পতিবার, দেখে নিন লক্ষ্মীবারের দিনটি কেমন কা’ট’বে, রইলো রাশিফল

প্রাথমিক ভাবে ৫০ জন সিভিক ভলান্টিয়ারের ওপর পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের এই সিদ্ধান্তকে যেমন সাধুবাদ জানিয়েছে অনেকে,ঠিক তেমনই সমালোচনায় সরব হয়েছেন অনেক শিক্ষক থেকে শিক্ষাবিদরা।

বাঁকুড়ার সাংসদ তথা সুভাষ সরকার কটাক্ষ করে বলেন, ‘সিভিক ভলান্টিয়াররা শিশুদের ইংরাজি আর অংক শেখাবে,একবিংশ শতকে দাড়িয়ে পশ্চিমবাংলার জন্য এর থেকে লজ্জার কিছু হয় না। সরকার যদি শিক্ষাব্যবস্থা চালাতে না পারে, তাহলে পদত্যাগ করুক’।

বিশেষজ্ঞদের মতে আদালতের নির্দেশে বহিষ্কৃত ভুয়ো শিক্ষকদের শূন্যস্থান পূরণ করতেই সিভিক ভলান্টিয়ার বাহিনীকে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ করতে চলেছে রাজ্য সরকার।