সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন এক ও দু-টাকার কয়েনে হাতের চি’হ্ন থাকে? এর অ’র্থ কি?

বাজারে তো অনেক রকমের কয়েন পাওয়া যায় কিন্তু নিশ্চয়ই আপনি খেয়াল করে দেখেছেন এক অথবা দুই টাকার কয়েনে সব সময় হাতের চিহ্ন দেখা যায়। এবার আপনার মনে প্রশ্ন হয়তো কখনও না কখনও এসেছে যে অন্যান্য মুদ্রা গুলিতে তো এরকম হাতের চিহ্ন থাকে না তবে কেন এক বা দুই টাকার কয়েন এরকম হাতের চিহ্ন থাকে? অনেকেই ভাবেন হয়তো ডিজাইনের জন্য, কিন্তু এই ধারণা কিন্তু একদমই ভুল।

এর পিছনে লুকিয়ে আছে বড় একটি কারণ এবার আসুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে সেই সম্পর্কে বিস্তারিত। আসলে মুদ্রার ওপর থাকা হাতের চিহ্নগুলি নেওয়া হয়েছে ভরতনাট্যম নৃত্য থেকে।

এগুলি আসলে ভরতনাট্যম নৃত্যের ভঙ্গি, কিন্তু এই ভঙ্গি শুধুমাত্র এক এবং দুই টাকার কয়েন এই দেখা যায়। এই ধরনের কয়েন প্রত্যেকের কাছেই আছে কিন্তু কখনোই কেউ ভেবে দেখেনি এই বিষয়টি সম্পর্কে। ১ টাকার কয়েনের একটা আঙুল এবং দু’টাকার কয়েনে দুটি আঙুল।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরানো খাতা প্র’কা’শ্যে, কি লেখা তা’তে?

আসলে এই ছোট্ট প্রতীকে লুকিয়ে রয়েছে এরকম বড় একটি রহস্য। ২০০৭ সাল থেকে এই মুদ্রাগুলি চালু করা হয় এবং যেগুলো আজ পর্যন্ত চলছে। কোন ব্যক্তি এই ধরনের মুদ্রাগুলি নিতে যদি অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার মতো ব্যবস্থা রয়েছে। ভারতের মুদ্রা তৈরি হয় টাকশালে বর্তমানে ভারতে রয়েছে চারটি, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা এবং মুম্বাইতে।