সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতে না’শ’ক’তা’র ছক, জ’ঙ্গি’দে’র POK-তে পাঠাচ্ছে ISI: গোয়েন্দা রিপোর্ট

আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান জঙ্গিরা। আফগানিস্তানের মাটিতে জঙ্গী রাজত্ব কায়েম হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের পরিস্থিতি অশান্ত করে তোলার প্রস্তুতি শুরু করে দিয়েছে জঙ্গিরা। জম্মু-কাশ্মীরে অশান্তি ছড়াতে তৎপর হয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। ভারতীয় গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ISKP (Islamic State Khorasan Province) জঙ্গিদের পাক অধিকৃত কাশ্মীরে পাঠানো হচ্ছে অশান্তি ছড়াতে।

ভারতীয় গোয়েন্দা বিভাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই জঙ্গিরা মুক্তি পেয়েছে আফগানিস্থানের জেল থেকে। এতদিন জঙ্গিদের আফগানিস্তানের জেলে বন্দি রাখা হয়েছিল। আফগানিস্তানের জঙ্গীরাজ কায়েম হতেই জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই এই জঙ্গিরা তাদের সন্ত্রাসবাদি কার্যকলাপে মন দিয়েছে।

ISKP কমান্ডার মুনসিবকে কাশ্মীরে অশান্তি ছড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় গোয়েন্দা বিভাগের রিপোর্টে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে, এই জঙ্গিরা কেরালার যুবকদের ব্যবহার করে ভারতের মাটিতে সন্ত্রাস ছড়াতে চলেছে। তাই ভারতীয় সেনাবাহিনীকে কড়া সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা ইত্যাদি জঙ্গি সংগঠনগুলি দিয়ে জম্মু-কাশ্মীরে অশান্তি ছড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

নিয়ন্ত্রণ রেখা পার করার জন্য PoK-তে আবার নতুন করে ঘাঁটি গেড়েছে এই জঙ্গিরা। জম্মু -কাশ্মীরের শান্তি -শৃঙ্খলার পক্ষে উদ্বেগের বিষয় হয়ে উঠছে জঙ্গিদের এই কার্যকলাপ। জম্মু-কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে। CRPF-এর ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে।