সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৩ লক্ষ ব’ছ’র আ’গে’র কুড়ুল, তবে কি মানুষ আ’রো আ’গে থেকেই ব’স’বা’স করতো?

যুগ যুগ ধরে মানুষ নিজের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে। ঠিক কত বছর আগে পৃথিবীর বুকে মানুষের সৃষ্টি হয়েছিল তার উত্তর আজও অধরা। উদ্ধার হওয়া প্রাচীন নিদর্শন দেখে মনে করা হত পৃথিবীতে মানুষের বাস ৭ লক্ষ বছর আগে থেকে। কিন্তু সেই ধারণা যে কতখানি সঠিক তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে।

এই যেমন সম্প্রতি উত্তর আমেরিকার মরোক্কো থেকে উদ্ধার হয়েছে এক কুড়ুল। কুড়ুলটি বেশ অনেক পুরনো। মনে করা হচ্ছে তা প্রায় প্রস্তরযুগীয়। প্রত্নতত্ত্ববিদরা এটিকে খুঁজে পেয়েছেন মরোক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাংকার কাছে। সেখানে ছিল আদিম মানুষের অস্ত্র তৈরীর কারখানা।

প্রত্নতাত্ত্বিকরা খননকার্য চালিয়ে যে কুড়ুলটি পেয়েছেন তাতে তাঁরা অনুমান করছেন যে উদ্ধার হওয়া কুড়ুলটি বেশ পুরনো। তাঁদের আন্দাজ কুড়ুলটি প্রায় ১৩ লক্ষ বছরের পুরনো। তবে কি পৃথিবীর বুকে মানুষের আবির্ভাব তারও আগে??? এই প্রশ্নের জাগরণ আবারও ঘটেছে।