সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেনই বা শঙ্খ তিনবার বা’জা’নো উ’চি’ত? বেশিবার ন’য় কে’নো?

শঙ্খ এমন একটি জিনিস যা সমস্ত পুজোতে অথবা যেকোনো শুভ কাজে ব্যবহার হয়ে থাকে। বাঙালি হিন্দু বাড়িতে প্রতিদিন সন্ধ্যা বেলা প্রদীপ জ্বালিয়ে এবং শঙ্খধ্বনি দিয়ে সন্ধারতি করা হয় ভগবান কে। এমনকি ভূমিকম্প এবং কোন প্রাকৃতিক দুর্যোগে হিন্দু বাড়িতে শঙ্খ বাজিয়ে ঈশ্বরকে শান্ত করা হয়। তবে কেন শঙ্খ শুধুমাত্র তিনবার বাজানো হয় তা কি কখনো ভেবে দেখেছেন?

কেন তিনবারের বেশি শঙ্খ বাজানো যায় না? আসলে শাস্ত্রে বলা রয়েছে, তিনবার শঙ্খ বাজানোর অর্থ হল ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর এই তিন দেবতাকে আমন্ত্রণ জানানো। এই তিন দেবতার সাথে সাথে আমাদের সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ জানানো হয় শঙ্খ বাজানোর মাধ্যমে

কিন্তু তিনবারের বেশি যদি আপনি শঙ্খ বাজানো তাহলে দেবতা অর্থাৎ শুভ শক্তির সঙ্গে আপনি আমন্ত্রণ জানিয়ে বসবেন অশুভ শক্তি অর্থাৎ দানব কে। সমুদ্রমন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল। তাই কোনভাবেই তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় বলে মনে করা হয়। শুধুমাত্র একবার শঙ্খ বেশি বাজিয়ে ফেলে আপনি অচিরেই ডেকে আনবেন আপনার দুর্দশা।