Home দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরানো খাতা প্র’কা’শ্যে, কি লেখা তা’তে?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরানো খাতা প্র’কা’শ্যে, কি লেখা তা’তে?

ডায়রি লেখা অনেকেরই একটি অভ্যাস কিন্তু যাঁরা নিয়ম করে লেখেন তাঁরা ডায়রির পাতায় ঠিক কি কি লিখে থাকেন তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এবার প্রকাশ্যে এলো এমনই এক পুরনো ডাইরির পাতা যা দেখে অনেকেই দাবি করছেন এটি নরেন্দ্র মোদির ডায়েরি। তাই এ খবর ছড়িয়ে পড়তে সরগরম গোটা নেট পাড়া।

রুলটানা কাগজ জুড়ে লেখা রয়েছে নানান সংস্কৃত স্তোত্র যা দেখে অনেকেই দাবি করছেন এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিভিন্ন স্ত্রোত্ব গুলি লিখে রাখার কারন হল তাঁর বক্তৃতা দিতে ব্যবহার করার কাজে লাগে। ডায়েরির পাতায় রয়েছে দেশের নানান সংস্কৃতি ঐতিহ্য সৌভ্রাতৃত্বের গুরুত্বপূর্ণ কথা।

এমনকি লেখা রয়েছে আমাদের চেতনায় রয়েছে বিবিধের মধ্যে ঐক্য এবং কর্ম সংস্কৃতিতে রয়েছে ত্যাগ। তবে এসবের মাঝেই নেটিজেনরা দাবি করছেন নরেন্দ্র মোদি বিজেপি কর্মী থাকাকালীন ভারতীয় দর্শনের মূল কিছু নিজের ডায়েরিতে লিখে রেখেছিলেন যেখানে তিনি সহানুভূতির মাধ্যমে কাজ করার কথা বলেছেন যা দেখে নেটিজেনরা অত্যন্তই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

আরো পড়ুন: জুতো পরতে গিয়েই বি’প’ত্তি, পা ঢোকাতে গিয়েই ফ’না তু’লে দাঁ’ড়া’লো বি’ষ’ধ’র

তাদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আদর্শই তাঁকে এক অনন্য করে তুলেছে। ঠিক কবে কোথায় এই ডাইরি লেখা হয়েছিল তা সম্পর্কে আজও সঠিক কোন তথ্য জানা যায়নি কিন্তু ডাইরির একটি জায়গায় উল্লেখ রয়েছে ভারতের জনসংখ্যা ১০০ কোটির যা দেখে অনুমান করা হচ্ছে এটি নয় এর দশকের শেষের দিকে লেখা।

https://twitter.com/modiarchive/status/1572474023757619203?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1572474023757619203%7Ctwgr%5E287392c29f3b0b0c2b98c471916cce7f9d98fe2d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fnation%2Fprime-minister-narendra-modi-old-diary-page-written-in-sanskrit-represents-cultural-heritage%2Farticleshow%2F94856742.cms

নরেন্দ্র মোদী গুজরাটে মুখ্যমন্ত্রী হওয়ার আগে। এই ডায়রিটি প্রকাশিত হয়েছে মোদি আর্কাইভ নামে একটি ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে যাতে শুধুমাত্র ডায়েরী নয় নরেন্দ্র মোদির পুরনো ভিডিও চিঠি ছবি ও শেয়ার করা হয়েছে। বর্তমানে তা এখন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে।