সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জুতো পরতে গিয়েই বি’প’ত্তি, পা ঢোকাতে গিয়েই ফ’না তু’লে দাঁ’ড়া’লো বি’ষ’ধ’র

কর্ণাটকের মাইসুরুতে ঘটে এক ভয়ঙ্কর কাণ্ড যেখানে দেখা যায় একটি নীল রঙের জুতোর মধ্যে লুকিয়ে রয়েছে সাপ। যদিও এই ঘটনা এর আগেও ঘটেছে। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় এর আগেও ভাইরাল হয়েছে। বেশ কয়েক মাস আগেই বনদপ্তরের আমলা সুশান্ত নন্দা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যেখানে দেখা যায় বনদপ্তরের কর্মী জুতো নাড়া দিতে ফনা তুলে উঠছে একটি সাপ।

আবারো ফের সেরকম ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল। ঘটনাটি ঘটেছে কর্নাটকে মাইসুরুতে যেখানে জুতো পড়তে গিয়ে ওই ব্যক্তি দেখেন জুতোর মধ্যে রয়েছে একটি আস্ত গোখরো। তিনি সাথে সাথেই স্থানীয় সাপুড়েকে খবর দেন এবং সাপুড়ে এসে ওই বিষধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

এতে অনেকটাই স্বস্তি মিলেছে। ঠিক যেমন গুজরাটের আনন্দে দেখা গিয়েছিল ঘরের বাথরুমে কুমিরকে তা দেখে মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিল। এবারও এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই যেমন আতঙ্কিত তেমনি খবরটি দেখবার জন্য লোকের হিড়িকও পড়ে যায়।

আরো পড়ুন: যারা চাকরি হারিয়েছেন তারাও প্র’তা’রি’ত, আ’ই’নি সাহায্য চাইলে পা’শে আ’ছি: বিকাশরঞ্জন

তাই. অনেকেই সাবধান বানীদেয় যে জুতোয় পা গলানোর আগে অতি অবশ্যই জুতোর ভেতরটা নেড়েচেড়ে দেখে নেওয়া প্রয়োজন। তা না হলে বড়সড়ো বিপদের হাত থেকে নিষ্কৃতি পাওয়া সহজ নয়, একমাত্র সাবধানতা অবলম্বন করলেই জীবনের বা বলা যেতে পারে প্রাণের ঝুঁকি কমবে।