সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“হাইব্রিড” সূর্যগ্রহণ বৃহস্পতিবার! কোথায় ও কখন দেখা যা’বে?

দোকানে নয় আকাশে পাওয়া যাবে সোনার আংটি। তাও আবার অন্য কোন গ্রহের আকাশ নয়, পৃথিবীর আকাশেই দেখা যাবে সোনার আংটি। বৃহস্পতিবার অর্থাৎ ২০ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এই বিরল চিত্র দেখা যাবে আকাশে! যা প্রত্যক্ষ করতে পারবেন পৃথিবীবাসী। এই সূর্য গ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহন।

সূর্যের আকৃতি থেকে চাঁদের ছায়া অনেকটাই ছোট হবে পরে চাঁদ সূর্যকে আড়াল করতে পারবেনা। বরং একটা বৃত্তের মধ্যে মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালী বলয় দেখা যাবে। এই দৃশ্য অত্যন্ত বিরল। তাই একে বিরল মহাজাগতিক দৃশ্য বলে বর্ণনা করেছেন মহাকাশ বিজ্ঞানীরা।

২০১৩ সালের শেষবার এমন গ্রহণ দেখা গিয়েছিল বলে জানা যায়। তবে সাধারণত হাইব্রিড সূর্য গ্রহণের মাঝে বয়সের পার্থক্য থাকে প্রায় এক শতাব্দী। কিন্তু তার আগেই এমন হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে রীতিমত উৎসাহী মহাকাশ বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ।

আরো খবর: সু’ই’সা’ই’ড নো’টে স্বামী মুকেশ রেখাকে নিয়ে কি কি লিখে গিয়েছিলেন?

তবে নাসা জানিয়েছে এই হাইব্রিড সূর্য গ্রহণ একটি মাত্র শহর থেকে দেখা যাবে। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্স মাউথ থেকে দেখা যাবে এই সূর্য গ্রহণ। নিউজিল্যান্ড ইস্ট ইন্ডিজ ফিলিপিনস এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে হালকা হালকা চোখে পড়বে এই সূর্যগ্রহণ।

তবে ভারতীয়দের কপালে এবারেও শিকে ছিঁড়বে না। তারা লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন। ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ এটি শেষ সূর্যগ্রহণ হবে আগামী ১৪ ই অক্টোবর।