Home দেশ OMG: গঙ্গার জলে ভে’সে এ’লো কাঠের বা’ক্স, ভিতরে শিশুকন্যার সা’থে মিললো কুষ্ঠি...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: গঙ্গার জলে ভে’সে এ’লো কাঠের বা’ক্স, ভিতরে শিশুকন্যার সা’থে মিললো কুষ্ঠি ও ঠাকুরের ছ’বি

এ যেন একেবারে গল্পগাঁথা। গঙ্গায় ভেসে আসছিলো একটি কাঠের বাক্স। সামান্য কাঠের বাক্স ভেবে সেটি খুলতে যায় মাঝি। কিন্তু খুলে যে দৃশ্য সে দেখে, তা কোন দিন দেখবেন বলে ভাবতে পারেননি তিনি। বক্সের ভেতরে রয়েছে এক রতি শিশুকন্যা। সঙ্গে রয়েছে বেশকিছু ঠাকুরের ছবি আর রয়েছে একটি কুষ্ঠি। উত্তরপ্রদেশের গাজীপুরে ঘটনাটি ঘটেছে। উত্তরপ্রদেশের দাদুরী ঘাটে ভেসে উঠেছিল এই বাক্সটি। স্থানীয় মাঝি গুল্লু চৌধুরী প্রথমে দেখতে পান এই বাক্সটি। বাক্সটি হাতে পেয়ে তিনি রীতিমতো চমকে জান। তিনি আবার পেশায় পুরহিত। পেশার পুরোহিত এবং মাঝি গুল্লু জানান যে, শিশুটিকে নিজের কাছে রেখে মানুষ করতে চান তিনি। আপাতত শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে জেলা হাসপাতালে।

তবে শিশুটি কার কাছে থাকবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি পুলিশ। পুলিশের বক্তব্য অনুযায়ী, শিশুটি শারীরিক পরীক্ষা করা হবে হাসপাতালে। আগে তার অভিভাবকের খোঁজ করা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ টুইটারে উদ্ধার মাঝির প্রশংসা করেছেন। গুল্লু যে শিশুটিকে উদ্ধার করেছে, তাকে লালন পালন করার জন্য সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। এমনকি সরকারি প্রকল্পের সুবিধা পাবে গুল্লু।

তবে উত্তর প্রদেশ হোক অথবা দেশের বাকি রাজ্যে কন্যাসন্তানের পরিত্যাগের ঘটনা নতুন কথা নয়। এর আগে জন্মের পর শিশু কন্যাকে জ্যান্ত কবর দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল যোগী রাজ্য থেকে। তারপর আরো একবার এই ঘটনা যোগী রাজ্যের ঘটনা সামনে আসার পর মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।