সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ শ্রাবণ শিবরাত্রি, ভোলানাথকে এ’ভা’বে ক’রু’ন পু’জো, হ’বে ফল’লা’ভ

পবিত্র মাস শ্রাবণ মাস, শ্রাবণ মাস মানেই মহাদেব এবং তারকেশ্বর। শ্রাবণ মাস মানে নিজের মনের ইচ্ছা পূরণ করার মাস। বহু মানুষ শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার নিজের মনোকামনা পূরণ করার জন্য মহাদেবের কাছে পুজো করেন। প্রত্যেক সোমবার নিরামিষ আহার গ্রহণ করে মহাদেবকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন তারা।

তবে বহু ধর্মপ্রাণ মানুষেরা হয়তো জানেন না, আজ শ্রাবণ মাসের শিবরাত্রি। হ্যাঁ আশ্চর্য মনে হলেও শাস্ত্র মতে আজ শ্রাবণ মাসের শিবরাত্রি। চলতি বছরের ৬ ই আগস্ট অর্থাৎ আজ শুক্রবারে পড়েছে শ্রাবণ মাসের শিবরাত্রি। ৬ ই আগস্ট থেকে ৭ আগস্ট কৃষ্ণা চতুর্থীতে পালিত হবে শিবরাত্রি। এর মধ্যেই পড়েছে শিবরাত্রির পরান কাল। চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৬ অগাস্ট সন্ধে ৬টা ২৮ মিনিট থেকে । তিথি শেষ হচ্ছে ৭ অগাস্ট সন্ধে ৭টা ১১ মিনিটে । শিবরাত্রির পরাণ কাল ৭ অগাস্ট সকালে ৫টা ৪৬ থেকে দুপুর ৩টে ৪৭ মিনিট পর্যন্ত ।

এইদিন ব্রত পালন করার দিন। নিশিত কালীর পুজো শুরু হবে রাত ১২: ০৬ মিনিটে থেকে শুরু করে ১২:৪৮ মিনিট পর্যন্ত।৬ অগাস্ট রাতের প্রথম প্রহরের পুজো শুরু হবে ৭টা ৮ মিনিট থেকে এবং শেষ হবে ৯টা ৪৮ মিনিটে । দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে ৯টা ৪৮ থেকে এবং শেষ হবে রাত ১২টা ২৭ মিনিট পর্যন্ত । তৃতীয় প্রহরের পুজো শুরু হবে ১২টা ২৭ মিনিট থেকে, শেষ হবে ৩টে ৬ মিনিট পর্যন্ত ।

চতুর্থ প্রহরের পুজো শুরু হবে, রাত ৩টে ৬ মিনিট থেকে এবং শেষ হবে সকাল ৫টা ৪৬ মিনিট পর্যন্ত ।পুজোর সময় পাবেন মাত্র ৪৩ মিনিট। শিবরাত্রি ব্রত পালন করার সময় ভোর ৭ অগাস্ট ভোর ৫:৪৬ মিনিট থেকে দুপুর ৩:৪৭ মিনিট পর্যন্ত। এইদিন শিবলিঙ্গ ঘি, মধু গোলাপজল মাখিয়ে, দুধ এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করে চন্দন এবং ফুল দিয়ে সাজাতে হবে। বেল পাতা এবং ধুতরা ফুল শিব পূজায় ব্যবহার করতে হবে। পাঁচটি ফল শিবলিঙ্গ কে নিবেদন করে, ভক্তিভরে আরতি করতে হবে এবং নিজের মনোবাসনা জানাতে হবে মহেশ্বরকে। এইভাবে শ্রাবণ মাসের শিবরাত্রি পালন করবেন আপনি।