সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সামনেই আরো ১৪ টি Dry Day, ব’ন্ধ থাকবে ম’দে’র দোকান, জেনে নিন

ড্রাই ডে-র কারণে ২০২২ সালে এমন মোট ২২ দিন সমস্ত মদের দোকান বন্ধ থাকছে। এর মধ্যে দোলযাত্রা বা হোলি উপলক্ষেই গত সপ্তায়ে ড্রাই ডে-তে মদের সমস্ত দোকান বন্ধ রাখা হয়েছিল।

তবে এখনও আরও এমন ১৪ দিন Dry Day-র কারণে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে দেশের বিভিন্ন প্রান্তে। চলুন জেনে নেওয়া যাক এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কোন কোন দিন ড্রাই ডে রয়েছে।

১৪ এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে ড্রাই ডে। ১৫ এপ্রিল গুড ফ্রাইডে উফলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। ১ মে মহারাষ্ট্র দিবস উপলক্ষে ওই রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। ৩ মে ইদ উপলক্ষে ড্রাই ডে পালন করা হবে।

আরো পড়ুন: তুলা রাশির ছেলে-মেয়েরা এই চার রাশির স’ঙ্গে বি’য়ে’তে সুখী হবেন বে’শি! দেখে নিন চটজলদি

এর পর ১০ জুলাই বকরি ইদ উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে। ১৫ অগাস্ট দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। ১৯ অগাস্ট জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে। ৩১ অগাস্ট গণেশ চতুর্থীর দিন ড্রাই ডে পালন করা হবে।

৯ সেপ্টেম্বর গণেশ বিসর্জন উপলক্ষে মহারাষ্ট্র সহ কিছু রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। ৫ অক্টোবর দশেরা উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে।

২৪ অক্টোবর দিওয়ালির দিন সারা দেশে ড্রাই ডে পালন করা হবে। ৮ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। এছাড়াও বিশেষ পরিস্থিতি অনুযায়ী পৃথক রাজ্যে আরও কয়েকটা দিন ড্রাই ডে পালন করা হতে পারে।