সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’ল’দ্বা’রে ঢুকিয়ে জে’লে পা’চা’র হচ্ছে মোবাইল! বিশ্বের সবচেয়ে ফোন নিয়ে চি’ন্তা’য় নির্মাতারা

ফোন ছাড়া যেন মানবসভ্যতা অচল। যেকোনো পরিস্থিতিতেই সঙ্গে একটা ফোন থাকলেই মুশকিল আসান। এই পৃথিবীতে বিভিন্ন মডেলের স্মার্টফোন রয়েছে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফিচার্স যুক্ত ফোনে ছেয়ে রয়েছে বাজার। তবে অপরাধীদের এত ফিচার্সের প্রয়োজন হয় না। জেলের ভেতর কয়েদিদের কেবল কথা বলার জন্য প্রয়োজন হয় ফোনের। তাই ফোন যত ছোট হবে ততই তাদের সুবিধা। নতুবা পুলিশের সামনে চলে আসার সম্ভাবনা থাকে।

শরীরের যে কোনও অঙ্গে লুকিয়ে ফেলা সম্ভব হয় এই ধরনের ফোন। ফোন আকারে যত ছোট হবে, ততই অপরাধীদের সুবিধা। সেই উদ্দেশ্যকে সিদ্ধ করার উদ্দেশ্যে জাঙ্ক নামের একটি সংস্থা আজ থেকে প্রায় ছয় বছর আগে একটি ছোট সেলফোন বানিয়েছিল।

এই ফোনের নাম ছিল জাঙ্ক ফ্লাই। তবে এর পরেও আরো একটি ছোট ফোন নিয়ে আসে সংস্থা। সেই ফোনের নাম ছিল জাঙ্ক টিনি টি 1। এটাই পৃথিবীর সবথেকে ছোট মোবাইল ফোন। তবে এর ব্যাটারির ক্ষমতা জানলে অবাক হবেন। কারণ এমন ধরনের একটি ফোন সর্বাধিক তিনদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।

আরো পড়ুন: খুশির খবর, রাজ্যের স’ব প্রাথমিক ও উচ্চ প্রাথমিক খু’লে যা’চ্ছে, তারিখ ঘোষণা নবান্নের

তবে একটানা তিন ঘন্টা কথা বললে অবশ্য ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। এর আকারে ডেবিট এবং ক্রেডিট কার্ডের থেকেও ছোট। 46.7 মিলি মিটার দীর্ঘ এবং 13 গ্রাম ওজন রয়েছে ফোনের। এর বিশেষত্ব হলো এর মধ্যে 300 টি নম্বর সেভ করে রাখা যায় এবং 50 টি এসএমএস সেভ করে রাখা যায়।

এখানে ইন্টারনেটের সুবিধা নেই। অপরাধীরা জেলের মধ্যে লুকিয়ে এই ফোন নিয়ে প্রবেশ করতে পারেন। এটি প্লাস্টিক দ্বারা নির্মিত ফলে মেটাল ডিটেক্টর ফোন চিহ্নিত করতে পারেনা। ব্যর্থতার সুযোগ নিয়ে জেলের মধ্যে কয়েদিরা অপরাধমূলক কাজ করে চলেছে। এমন ধরনের ফোন মলদ্বারের মধ্যে লুকিয়ে পাচার করা হচ্ছে। অন্যান্য বন্দীরা যার কাছে এই ফোন রয়েছে তাই বিশেষ কিছু উপকার করে এই ফোন পেতে পারেন।