সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরুলিয়ায় জঙ্গলে জো’ড়া চিতাবাঘের ছবি ধ’রা পড়লো, স’ত’র্ক বনদপ্তর

সম্প্রতি পুরুলিয়াতে জোড়া চিতাবাগের ছবি ধরা পড়েছে। বন দপ্তরের ক্যামেরাতে ধরা পড়েছে দুটি চিতা বাঘের ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরুলিয়ার করছিলা সিমনি বিটের জাবর পাহাড়ের জঙ্গলে চিতা বাঘ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসেও সেখানে চিতা বাঘের ছবি ধরা পড়ে।

বন্ধত্বরে তরফ থেকে জানানো হয়েছে 27 জুন রাত দুটোর সময় বনদপ্তরের বসানোর ট্রাপ ক্যামেরাতে একটি পুরুষ চিতা বাঘের ছবি ধরা পড়ে। তার দুদিন পর ২৯ শে জুন ভোর পাঁচটার সময় একটা মেয়ে চিতা বাঘের ছবি ধরা পড়ে।

আরো পড়ুন: রিপোর্ট কা’র্ড পেশ করলেন যোগী আদিত্যনাথ, গত ১০০ দিনে সরকার উত্তরপ্রদেশে কি কি করেছে জানালেন

ওই এলাকাতে দুটি চিতা বাঘের ছবি ধরা পড়াতে জেলার পশুপ্রেমীরা বেশ খুশি হয়েছেন। গত তিন বছরে ওই এলাকায় জঙ্গল অনেকটাই ঘন হয়েছে। যার ফলে সেখানে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়েছে।

এর ফলে চিতা বাঘের আগমন হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই চিতাবাঘ ঝাড়খণ্ডের দিকে ঘোরাফেরা করছে বলে জানা যাচ্ছে। যার ফলে বিপন্ন হতে পারে জনজীবন।

অনেকেই জীবিকা নির্বাহের জন্য কিংবা গবাদি পশু চরানোর জন্য পাহাড়ের এই জঙ্গলে এসে থাকেন। তাই এই বিষয়ে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।