সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ’ক্ত’দের মি’ছি’লে দুই ষাঁড়ের ধা’ক্কা’ধা’ক্কি, এরপর যা হলো! রইলো ভিডিও

দ্বারকা শ্রী কৃষ্ণের রাজ্যভূমি ছিল বলে মনে করা হয়। এই দ্বারকাতে কৃষ্ণের কত লীলার গল্প আমরা বইতে পড়েছি। আজ সেখানে বিশাল বড় বড় মন্দির গড়ে উঠেছে। হাজার হাজার লোকের ঢল সেখানে প্রতিদিন। আর এই তীর্থক্ষেত্র সম্প্রতি ভাইরাল হয়েছে দুই ষাঁড়ের কাণ্ড কারখানায়। ষাঁড়ের লড়াই আমরা প্রায়ই দেখতে পাই তবে সেটা কোনো মাঠে ঘাটেই দেখা যায়। কিন্তু জানা যাচ্ছে দ্বারকার রাস্তার মধ্যে দুই ষাঁড়ের লড়াই শুরু হতে দেখা যাচ্ছে সেই ভিডিও তে।

সেখানে দ্বারকার পতাকা নিয়ে হাজার হাজার রাবারী সম্প্রদায়ের মানুষ দ্বারকার জগৎ মন্দিরে যাচ্ছিলেন। ইসকন মন্দিরে সামনে কাক্কারকুন্ডের কাছেই দুটি ষাঁড় মারামারি করছিল। সেই সময় ফুলেকায় লোকজনের ভিড় ভীষন। এমন অবস্থায় ফুলেকায় লোকজন ষাঁড় দেখেই ছোটাছুটি শুরু করে দেন। আর হটাৎ করেই মানুষের দিকে তেড়ে যান দুটি ষাঁড়। মহিলাদের ওই মিছিলের ওপর ষাঁড়গুলির ওরকম আক্রমন মহিলাদের আতঙ্কিত করে তোলে। শুধু তাই নয় এক মহিলা আহতও হয় ওই ষাঁড়ের তাণ্ডবে।

ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে ভক্তদের একটা মিছিল ফুলকায়। তাঁরা এগিয়ে যাচ্ছে তীর্থস্থানের দিকে। এমন সময় দুই ষাঁড় আক্রমন করেন ওই মিছিলের মধ্যে। দুটি ষাঁড় লড়াই করতে করতেই শিং বাগিয়ে তারা এগিয়ে যেতে থাকে মহিলাদের মিছিলের দিকে। আচমকাই তারা আক্রমণ করে মহিলাদের।

আরো পড়ুন: সিদ্ধার্থ শুক্লার প্রথম মৃ’ত্যু’বা’র্ষি’কী’তে বিশেষ আয়োজন তাঁর পরিবারের সদস্যের ত’র’ফে

ষাঁড়ের গুতোয় দুইজন মহিলা রাস্তায় উল্টে পড়েন। ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওখানের প্রশাসনের আরো বেশি নিরপত্তার দিকে নজর দেওয়া উচিত বলে অনেকেই বলছেন। আর এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পর থেকেই ভাইরাল হয়েছে ব্যাপকভাবে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)