সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জিন্নাহ ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলে কোনোদিন দেশভাগ হ’তো না, ব’ক্তা অখিলেশের সা’থী ওমপ্রকাশ

বিতর্কিত বয়ান দিয়ে বিতর্কের শিরোনামে উঠে এলেন সুহেলদেও ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভ। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন মোহাম্মদ আলী জিন্নাহ যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশ ভাগ হতো না! তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের বয়ান নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

31 শে অক্টোবর অখিলেশ যাদব একটি জনসভায় বলেছিলেন সর্দার প্যাটেল, জহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্নাহ স্বাধীনতার লড়াই লড়েছিলেন। তারাই দেশকে স্বাধীন করেছেন। অখিলেশের এই মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল। এই বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা সমাজবাদী পার্টির প্রধানকে প্রশ্ন করলে তিনি ফের বিতর্কিত মন্তব্য করেন।

অখিলেশের মন্তব্য প্রসঙ্গে সমাজবাদী পার্টির প্রধান বলেন যদি মোহাম্মদ আলী জিন্নাহকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী করা হতো তাহলে ভারত ভাগ হতো না। তিনি আরো বলেছেন বাজপেয়ি থেকে শুরু করে লাল কৃষ্ণ আদবানি জিন্নাহের প্রশংসা করতেন।

প্রসঙ্গত 2017 সালের নির্বাচনে ভারতীয় সমাজ পার্টি বিজেপির সহযোগী দল হিসেবে ছিল। তবে মাঝপথে এনডিএ পরিত্যাগ করে যান রাজভ। আসাদুদ্দিন ওয়াইসির দলের সঙ্গে তার জোট নিয়ে সম্প্রতি জল্পনা শুরু হয়। যদিও সমস্ত জল্পনায় জল ঢেলে সমাজবাদী পার্টি তথা অখিলেশ যাদবের সঙ্গে আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়াই করার ঘোষণা করেছেন তিনি।