সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ত্রিপুরার মা’ন’চি’ত্র থেকে মু’ছে দে’ব আপনার দ’ল’কে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে চ্যা’লে’ঞ্জ সায়নীর

ত্রিপুরায় তৃণমূল নেতানেত্রীদের উপরে হামলার ঘটনায় ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল। দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহারা আক্রমণের মুখে পড়েছেন। সুদীপ এবং জয়া রক্তাক্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতি। এবার সেই প্রসঙ্গে সুর চড়ালেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। ত্রিপুরার মানচিত্র থেকে বিজেপিকে নির্মূল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

উল্লেখ্য বাংলা জয়ের পর তৃণমূলের লক্ষ্য এখন ত্রিপুরা। যার পরিপ্রেক্ষিতে বাংলা থেকে তৃণমূলের নেতাকর্মীরা ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তৃণমূলের হয়ে প্রচার চলছে জোর কদমে। আর তা করতে গিয়েই কার্যত মাঝরাস্তায় আক্রমণের মুখে পড়েন দেবাংশুরা। লাঠি এবং ইটের আঘাতে কারোর মাথা ফেটেছে, কারণ আবার গাল কেটেছে। যার পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফুঁসে উঠেছেন সায়নী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশ্যে একটি টুইট বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সায়নীর বক্তব্য, এমন কাণ্ডের পরিপ্রেক্ষিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত। নিজের থেকে অর্ধেক বয়সী নেতা-নেত্রীদের উপর এভাবে হামলা চালানো লজ্জাজনক। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূল আগামী দিনে ত্রিপুরা থেকে বিজেপিকে নির্মূল করে দেবে। জোর দিয়ে বলেন সায়নী। উল্লেখ্য এদিনের ঘটনাটির পরে দেবাংশু ফেসবুকে লাইভে এসে ঘটনার পরিস্থিতি বর্ণনা করেন। তিনি জানান তাদের বাধা দেওয়ার জন্য ইট বৃষ্টি হয়েছে তাদের গাড়ির উপর।

যার পরিপ্রেক্ষিতে সুদীপ রাহার মাথা ফেটে যায়। জয়া দত্ত আহত হন। পাশাপাশি তাদের গাড়ির কাঁচও ভেঙেছে। হিমাংশুর অভিযোগ এই ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগের আঙুল সরাসরি বিজেপির দিকেই তুলেছে তৃণমূল।