সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কলকাতার রাস্তায় দে’খা গে’ল উচ্ছেবাবু ট্যাক্সি, রইলো ছ’বি

বর্তমানে বিভিন্ন চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালের তালিকায় একেবারে উপরের দিকেই আছে জি বাংলা-র ‘মিঠাই’এর নাম। ঘড়ির কাঁটায় রাত আটটা বাজা মানেই জি বাংলার পর্দায় ‘মিঠাই’এর সম্প্রচার, যা দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকমন্ডলী। দর্শকদের ভালোবাসায় এই ধারাবাহিক পাড় করল দেড় বছরের যাত্রা।

গত বছর জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক। এত দিন পরেও ‘মিঠাই’এর টিআরপি রেটিং এতটুকু কমেনি। বরং তা দিনে দিনে বেড়ে চলেছে। এই সিরিয়ালের হাত ধরেই মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং সিড ওরফে অভিনেতা আদৃত রায়ের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে।

আর এই ধারাবাহিকে মিঠাই তার স্বামী সিডকে উচ্ছেবাবু বলে ডাকে। আর ঠিক সেই কারণেই বেশ কিছুদিন আগে সিরিয়ালের হেলদি কিচেন কম্পিটিশনে উচ্ছেবাবু সন্দেশ বানিয়ে সকলকে রীতিমতো চমকে দিয়েছিল মিঠাই। আর তারপর থেকেই মিঠাই ভক্তদের মধ্যে উচ্ছেবাবু সন্দেশ নিয়ে শোরগোল পড়ে ছিল।

আরো পড়ুন: অপরাধীদের কেন ভোর বেলায় ফাঁ’সি দেওয়া হ’য়ে থা’কে, কারণ কি?

আর সেই থেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে উচ্ছেবাবু সন্দেশের সাথে সাথে একের পর এক ভাইরাল হচ্ছে উচ্ছেবাবু মোমো থেকে শুরু করে চিকেন এবং ফুচকা। বলা যেতে পারে উচ্ছেবাবুই এখন ট্রেন্ড।


এবার কলকাতার বুকে আবিষ্কার হল উচ্ছে বাবু ট্যাক্সি। সম্প্রতি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। যদিও ওই ট্যাক্সির সবুজ রং নিয়ে এখনও সন্দেহ রয়েছে। ইতিমধ্যে ওই ছবিতে লাইক ও কমেন্টের বন্যা শুরু হয়েছে।