সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেট্রোর খননকা’র্য করার সময় হঠাৎই অ’দ্ভু’ত আওয়াজ! মিললো বি’রা’ট পরিমাণ গুপ্তধন

মাটির নিচে মেট্রোর কাজ চলছিল এমন সময় হঠাৎ থমকে গিয়েছেন ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা। কারণ মাটিতে কোপ মারতেই হঠাৎ শোনা গেল টুংটাং আওয়াজ। দেখা গেল গুপ্তধন। ঘটনাটা ১৫ বছর আগে আমস্টারদামে। নরম মাটির থেকে সেই গুপ্তধন বের করে আনা মোটেও সহজ কাজ ছিল না। বছরের পর বছর পরিশ্রম করার ফলে রকিন মেট্রো স্টেশনে মাটির নিচ থেকে ১০ হাজার নিদর্শন উদ্ধার হয়েছে।

দুটি সিড়ির মধ্যে একটি কাঁচের এর মধ্যে রাখা হয়েছে ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলি। ওই স্টেশনের আশেপাশে কোন সভ্যতা ছিল বলেই দাবি প্রযুক্তিবিদদের। ওই শহরটি আমস্টেল নদীর তীরে অবস্থিত। এক সময়ে প্রাণকেন্দ্র ছিল ওই নদী এবং শহর। সময়ের সঙ্গে সঙ্গে ওই নদীর গুরুত্ব কমতে থাকে।

এই নদীতেই নাকি ভেসে এসেছিল ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তারপর পলি পড়ে পড়ে তা মাটির নিচে ঢুকে যায়। মাটি প্রায় ৩০ মিটার গভীর থেকে ওই নিদর্শন পাওয়া গিয়েছে। আনুমানিক ১ লাখ ১৫ হাজার বছরের পুরনো কিছু নিদর্শন পাওয়া গিয়েছে।

আরো খবর: ৯০০ জিবি-র ডেটা প্ল্যান নি’য়ে এলো Jio, ইন্টারনেট ব্যবহারের চিন্তা শে’ষ

উদ্ধারকারী দল জানিয়েছে ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলোর ঐতিহাসিক গুরুত্ব থাকলেও সেগুলোর মূল্য বেশি নয়। উত্তর দক্ষিণ মেট্রো প্রকল্পের পরিচালক জানিয়েছেন এই নিদর্শন গুলির খোঁজ নেবার আগে শহরে প্রায় ৭০ হাজার নিদর্শন দেখা যায়।

বেশকিছু আধুনিক জিনিস মিলেছে সেখানে। পাওয়া গিয়েছে মোবাইল ফোনের ধ্বংসাবশেষ তাদের দাবি মাটির গভীরে কিভাবে চলে গেল ওই জিনিসগুলো তবে কি ধসে যাচ্ছে আমস্টারডাম।

খননের সময় অনেক পশু এবং মানুষের হাড়ের টুকরো পাওয়া যায়। ২০০৩ সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল শেষ হয় ২০১৮ সালে। ওইসব জিনিসপত্র উদ্ধার হয়, নির্মাণ কাজ খরচ আরো পাঁচ গুন বৃদ্ধি পেয়েছে।