সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“লাভ জিহাদ” আইন লা’গু হচ্ছে অসমে, হিন্দু যুবকরাও মহিলাদের সা’থে প্র’তা’র’ণা করলে পাবে শা’স্তি

এবার থেকে অসমেও লাগু হচ্ছে লাভ জিহাদ আইন। জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই লাভ জিহাদ আইনের আওতায় কেবল যে মুসলিম সম্প্রদায়ের যুবকেরাই পড়বেন এমনটা কিন্তু নয়, হিন্দু ধর্মের যুবকেরাও যদি প্রেমের নামে মহিলাদের সঙ্গে প্রতারণা করেন তাহলেও তারা এই লাভ জিহাদ আইনের আওতায় পড়তে বাধ্য বলে জানানো হয়েছে।

সাধারণত হিন্দু ধর্মাবলম্বী কোনো মহিলাকে প্রেম এবং বিবাহের দোহাই দিয়ে ধর্মান্তরিত করাকেই লাভ জিহাদ বলে। তবে অসমে চালু হওয়া নতুন আইনের পরিপ্রেক্ষিতে লাভ জিহাদের সংজ্ঞা বদলাচ্ছে। এখন থেকে হিন্দু ধর্মাবলম্বী যুবকেরা যদি কোনও হিন্দু মহিলাকে প্রেমের নামে প্রতারণা করেন তাহলে তারাও লাভ জিহাদ আইনের আওতায় কঠিন শাস্তি পাবেন।

সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী এই নতুন বিলের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুসলিমদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী যুবকেরাও যদি প্রেমের নামে অন্য মহিলাকে ফাঁসিয়ে বিয়ে করেন তাহলে তাহলে তাকেও ছেড়ে দেওয়া হবে না। তিনিও লাভ জিহাদ আইনের আওতায় পড়তে বাধ্য। অসমের মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে লাভ জিহাদ শব্দটিতে তার আপত্তি রয়েছে।

তিনি জানিয়েছেন নারীর ক্ষমতায়নের জন্যে এই আইন আনা বাধ্যতামূলক। প্রসঙ্গত লাভ জিহাদ প্রসঙ্গে বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারকে ইতিমধ্যেই বহু কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। তবে অসমে চালু হতে চলা লাভ জিহাদ আইনের উদারীকরণ নীতিতে এবার মহিলাদের ক্ষমতায়ন বাড়বে। একই সঙ্গে প্রতারণার হাত থেকে তাদের রক্ষা করা সম্ভব হবে।