সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইঁদুরের ম’লে’র সঙ্গে মোবিল মিক্স করে তৈরি হ’চ্ছে কালো জিরে! তাও আবার খা’স কলকাতায়

ভাগাড়ের মাংস নিয়ে বিতর্কের কথা আমরা সকলেই জানি, এবার কালোজিরে নিয়ে তৈরি হলো বিতর্ক। গত আগস্ট মাসে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা উত্তর কলকাতা জোড়াবাগান এলাকা থেকে সামান্য কিছু কালোজিরে বাজেয়াপ্ত করেছিলেন। পরীক্ষার ফলাফল দেখে রীতিমতো হতবাক হয়ে যান আধিকারিকরা। পরীক্ষার ফলাফল আসার পরেই জোরকদমে তদন্তে নামে এনফর্সমেন্ট ব্রাঞ্চ। শুক্রবার কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রায় ১২ টন ভেজাল কালো জিরে।

তদন্তকারীদের দাবি অনুযায়ী, এই কালোজিরের মধ্যে লুকিয়ে রয়েছে ইঁদুরের বিষ্ঠা। ইঁদুরের বিষ্ঠার সঙ্গে মোবিল মিশিয়ে তৈরি করা হয় কালো জিরে। একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভেজাল কালোজিরে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় দুইশ বাইশ টি বস্তায় ছিল এই ভেজাল কালো জিরে। প্রত্যেকটি বস্তায় ছিল অন্তত ৫০কেজি করে কালো জিরে।

এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছেন, এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। এই ভেজাল কালোজিরে ইঁদুরের মলের সঙ্গে মবিল মিশিয়ে তৈরি করা হয়েছিল। জোড়াবাগান থেকে যে নমুনা পাওয়া যায়, তাতেও এই ভেজাল কালোজিরা রয়েছে। বেশ কয়েকদিন ধরেই খবর পাওয়া যাচ্ছিল, ভোররাতে জেলা থেকে শহরে এই ধরনের ভেজাল কালোজিরে আসছে ট্রাক বোঝাই করে। অবশেষে পুলিশ তদন্ত করে আসল খবর জানতে পারে।