সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুলওয়ামা কাণ্ডে সরাসরি জ’ড়ি’ত শেষ জী’বি’ত জ’ঙ্গি’কে খ’ত’ম করলো ভারতীয় সেনা

পুলওয়ামা হামলার সাথে জড়িত সরাসরি আর কেউ বেঁচে নেই বর্তমানে। বর্তমানে এমনটাই জানানো হয়েছে কাশ্মীর পুলিশের তরফ থেকে। গত দুইদিন আগেই অনন্তনাগে এনকাউন্টার খতম করা হয়েছে সমির দার নামে এক জঙ্গীকে, তার ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে , এই শেষ জঙ্গি ছিল যে কিনা পুলওয়ামা হামলার সাথে জড়িত ছিল। এবার সেই অন্তিম জঙ্গির মৃত্যুর পর, আর বর্তমানে কেউ বেঁচে থাকলো না পুলওয়ামা হামলার সাথে জড়িত। এই জইশ জঙ্গির মৃত্যুর পর আর কেউ বেঁচে থাকলো না, এমনটাই জানালো কাশ্মীর পুলিশ।

এই সমির দারকে, অন্য নামে চিনতো সবাই। তবে তার শারীরিক গঠন এবং মুখ দেখে কিছুটা হলেও সন্দেহ করেছিল কাশ্মীর পুলিশ। আর সেই কারণেই পরে তার ডিএনএ টেস্ট করা হলে, তাদের অনুমান সত্যি বলে প্রমাণিত হয়। 2019 সালের পুলওয়ামা হামলা হয়,আর ঠিক সেই সময় থেকেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এই জঙ্গী। তবে শেষ পর্যন্ত খতম করা গেছে তাকে, আর সেই নিয়েই অনেকটাই সফল কাশ্মীর পুলিশ।

আসলে সবাই সন্দেহের মধ্যেই ছিল কারণ, 2021 সালের 31 শে জুলাই জইশ-ই-মোহাম্মদের কমান্ডার মোহাম্মদ ইসমাইল আলভীর সাথে খতম সমীর দারকেও খতম করা হয়েছিল বলে মনে করেছিল পুলিশ। কিন্তু সেই সন্দেহ দূর হয় যখন, আগস্ট নাগাদ হিন্দুস্থান টাইমস এক গোয়েন্দাকে উদ্ধৃত করে দাবি জানিয়েছিলো পুলওয়ামা হামলার এক অন্যতম অভিযুক্ত জঙ্গির এখনো মৃত্যু হয়নি। সে পুলিশকে ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর্থিক তারপর থেকেই শুরু হয় চিরুনি তল্লাশি, এবং যা শেষ হয় সেই পুলওয়ামা হামলার সাথে জড়িত অন্তিম জঙ্গিকে খতম করে।