সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১০০ দিনের কাজের টা’কা ব’কে’য়া! কেন্দ্রের জ’বা’ব জানতে চাইলো সুপ্রিম কোর্ট

১০০ দিনের কাজের টাকা নিয়ে তখন সর্ব মমতা বন্দ্যোপাধ্যায় তখনই কেন্দ্রের বিরুদ্ধে এই স্কিম নিয়েই একটি এনজিও অভিযোগ করে বসল। সেই অভিযোগ হল কাজের টাকা পাচ্ছে না শ্রমিকরা।ইতিমধ্যেই সেই এনজিও কেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । অভিযোগে জানানো হয়েছে ফান্ডের কমতি যা উপস্হিতি নির্দিষ্ট করছে যে এই কাজের ক্ষেত্রে শ্রমিকদের মজুরি দেওয়ার ক্ষেত্রে দারুণ জটিলতার সৃষ্টি হয়েছে।

স্বরাজ অভিযান নামে একটি এনজিও এই মামলা দায়ের করেছেন, তারা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যে, তারা ফান্ড বের করার ক্ষেত্রে যথেষ্ট তৎপর নয়।মহত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়েমেন্ট গ্যারান্টি অ্যাক্ট অনুযায়ী ১০০ দিনের কাজ পরিকল্পিত ছিল। কিন্তু কেন্দ্র রাজ্য গুলোকে কাজের টাকা দিচ্ছে না।

এখন এই মামলা যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে তারপরেই গ্রামনোয়ন্নন চিঠি দেওয়া হয়েছে আর সেখানেই কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এই নিয়ে শীর্ষ আদালত জানিয়েছে , অবশেষে সুবিধা ভোগীদের বকেয়া পেতে হবে।

আরো খবর: জীবনের পুকুরের জল ওঠানোর টা’কা কে দেবে? টা’কা মে’টা’তে গিয়ে মাথায় হাত তৃণমূল নেতৃত্বর

সুপ্রিম কোর্টের বিচারপতি এহসানউদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি অজয় রস্তোগির বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই স্কিমকে আরো বেশি বাস্তব ও অর্থবহ করার জন্য কি নির্দেশ দিতে হবে। মামলার আগামী শুনানি হবে জুলাই মাসে।

তার আগে কেন্দ্রকে বিভিন্ন সমস্যা নিয়ে ভাবার কথা বলেছে শীর্ষ আদালত। এদিন কেন্দ্রের তরফে এই মামলার শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল কে এম রস্তোগি, তিনি বলেন এই এনজিও যারা কিনা মামলা করেছে তারা জেনেশুনে পশ্চিমবঙ্গের মামলা তুলে ধরেছে।

দুইদলের বাগবিতণ্ডা শুনে অবশ্য শীর্ষ আদালত জানিয়েছে, কোন রাজ্যের অবস্থান নিয়ে কোর্ট ভাবছে না তবে রাজনীতিকে সরিয়ে এই মামলা প্রসঙ্গে বক্তব্যের কথা জানিয়েছে শীর্ষ আদালত।