সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বর্ষা’কা’লে লন্ডনেও জল জ’মে থা’কে, কলকাতাতে জল জ’ম’লে কেন এ’তো অসুবিধা: দেবাংশু ভট্টাচার্য

বৃষ্টির জমা জলে ভেসে গিয়েছে শহর কলকাতা। কলকাতা এবং তার আশেপাশের এলাকা গুলিতে জল থৈ থৈ করছে। কোথাও হাঁটুজল, কোথাও বা আকণ্ঠ ডুবে রয়েছে কলকাতা। আবার কলকাতারই কোন এক অংশে একটি আস্ত বাসকেও প্রায় ডুবে যেতে দেখা গিয়েছে। ঘটনা দেখে রাজ্য সরকারের বিরোধী দল একাট্টা হয়ে সরকারের বিরোধিতা করছে। কলকাতার এই অবস্থার জন্য স্বভাবতই রাজ্য সরকারের দায় এড়ানো যায়না।

যদিও মুখ্যমন্ত্রীর দাবি, এগুলি আসলে ম্যান মেড বন্যা! কলকাতার এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হয়েছেন। এই নিয়ে চার দিকে যখন সাধারণ থেকে শুরু করে রাজনৈতিক মহলেও চূড়ান্ত সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে, তখনই তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য্যের একটি পোস্ট ফেসবুকে ধরা পড়লো। তার দাবি, বৃষ্টি পড়লে যেমন গঙ্গার জল উপচে কলকাতা ভেসে যায়, ঠিক তেমনভাবেই বৃষ্টিতে টেমস নদীর জলে লন্ডনের রাস্তাও ভেসে যায়। উভয়ের মধ্যে পার্থক্য কিছুই নেই!

https://www.facebook.com/ItsDebangshu/posts/4269844596466249

নিজের এই বক্তব্যের সমর্থনে তিনি লন্ডনের রাস্তার একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে হাঁটু জলে ডুবে রয়েছে লন্ডনের রাস্তা। এই বক্তব্যের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে তিনি একটি ভেরিফায়েড লিঙ্কও তুলে ধরেছেন। দেবাংশুর দাবি, বৃষ্টিতে যদি লন্ডন ভেনিস হয়ে যেতে পারে, তাহলে ‘লন্ডনের বোন’ (পড়ুন কলকাতা) এর মাঝে মাঝে ভেনিস আপত্তি কি?

এখানেই শেষ নয়, এ প্রসঙ্গে তিনি বাম আমলের প্রসঙ্গ টেনে এনেছেন। তার বক্তব্য আগে বন্যাতে রাস্তায় জল জমলে পাঁচদিন যাতায়াতের অসুবিধা হতো। আজ মাত্র পাঁচ ঘণ্টাতেই সমস্যার সমাধান হয়ে যায়। অতি ভারী বৃষ্টি এবং তার সঙ্গে জোড়া কোটালের প্রভাব থাকলে সেই সময়টা বেড়ে আধবেলা হয়। বর্তমান রাজ্য শাসকদলের আমলে সবকটি পাম্প ঠিকঠাক কাজ করে। যার ফলে বাম আমলের তুলনায় মানুষের ভোগান্তি অনেকখানি কমেছে।