সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লতা মঙ্গেশকরের প্র’য়া’ণে ব্যথিত প্রধানমন্ত্রী, দুদিনের রাষ্ট্রীয় শো’ক ঘো’ষ’ণা কেন্দ্রের

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আজ রবিবার সকালেই আমাদের ছেড়ে চলে গেছেন। আর তার এই শূন্যতা ছড়িয়ে পড়েছে সারা দেশজুড়ে। ভারতরত্ন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, তাহলে এভাবে চলে যাওয়ার খবর পেয়ে সারাদেশ শোকাহত। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ৯২ বছর বয়স হয়েছিল তার, গত কয়েক মাস আগেই নিউমোনিয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ফের তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, কিন্তু এবার তার ঘরে ফেরা হলো না।

আরো পড়ুন: বেসরকারি কলেজের ৫০ শতাংশ আসনের Course Fee সরকারি কলেজের ম’তো হ’বে,

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খবরে দারুন ভাবে শোকাহত তিনি ট্যুইট করে জানিয়েছেন, আমি একেবারে বাকরুদ্ধ, আমি কোনভাবেই ব্যক্ত করতে পারবোনা আমার মনের অবস্থা। দয়ালু যত্নশীলতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তার শূন্যতা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। আগামী প্রজন্ম তার সৃষ্টি ও তার কর্মকাণ্ডের কথা মনে রাখবে। তার এই সুরেলা কণ্ঠ সমস্ত বিশ্ববাসীকে মন্ত্রমুগ্ধ করতে পারতো নিমিষে।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, দেশ জু’ড়ে শো’কে’র পরিবেশ

এখানেই শেষ নয় তিনি আরও লিখেছেন, তার এই সুরেলা কন্ঠে মুগ্ধ আমরা সবাই। তিনি কয়েক দশক থেকে চলচিত্র জগতকে খুব কাছের থেকে দেখে এসেছে, আর সেই কারণেই দিদি তার গানের মাধ্যমে বিভিন্ন আবেগকে প্রকাশ করেছে। লতা দিদির সর্বদা দেশের বৃদ্ধি সম্পর্কে উৎসাহী ছিলেন।

তিনি সর্বদা ভারতের শক্তি বৃদ্ধি ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন। আমি যতবার লতা দিদির সাথে কথা বলেছি, ততবার তিনি আমাকে স্নেহের চোখে দেখেছে। আমি এটাকে সম্মান বলে মনে করি। তার এই সুরের প্রতিফলন সর্বদা মনে করাবে তার কথা। আমি তার পরিবারকে সমবেদনা জানিয়েছি, ওম শান্তি।