সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেসরকারি কলেজের ৫০ শতাংশ আসনের Course Fee সরকারি কলেজের ম’তো হ’বে, ব’ড়ো সিদ্ধান্ত কেন্দ্রের

এবার বেসরকারি মেডিকেল কলেজ গুলির উদ্দেশ্যে বড়োসড়ো নির্দেশিকা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার সম্প্রতি বেসরকারি মেডিকেল কলেজগুলির উদ্দেশ্যে কোর্স ফি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে বেসরকারি মেডিকেল কলেজগুলোতেও সরকারি মেডিকেল কলেজের মত 50 শতাংশ আসনের কোর্স ফি থাকবে। যারা সরকারের কোটার আসন বেছে নেবেন তারা সেই পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, দেশ জু’ড়ে শো’কে’র পরিবেশ

শনিবার জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। বিশেষজ্ঞদের দ্বারা গঠিত একটি কমিটির আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে সরকারি কলেজগুলোতে যে কোর্স ফি রয়েছে বেসরকারি মেডিকেল কলেজের 50 শতাংশ আসনেও সেই একই কোর্স ফি চালু হবে।

ওই নির্দেশিকায় উল্লেখ রয়েছে সরকারের কোটার আসন সংখ্যা 50 শতাংশের চেয়ে কম হলে মেধার ভিত্তিতে বাকি প্রার্থীদের সুযোগ করে দেওয়া হবে। প্রাথমিকভাবে যারা সরকারি কোটার আসন বেছে নেবেন, তারাই এই সুযোগ পাবেন।

আরো পড়ুন: ফের পু’রা’নো মেজাজে! পুরভোটে হবে “হকি খেলা”, হুঁ’শি’য়া’রি অনুব্রত মন্ডলের

জাতীয় মেডিকেল কমিশনের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। অর্থাৎ এবার থেকে বেসরকারি কলেজের মেডিকেল পড়ুয়ারাও 50% আসনে সরকারি মেডিকেল কলেজের পড়ুয়াদের সমান কোর্স ফি সুবিধা পাবেন।