সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রেসক্রিপশনের শুরুতে লে’খা “শ্রী হরি”, চিকিৎসকের প্রেসক্রিপশন ভাইরাল নে’ট দু’নি’য়া’য়

মধ্যপ্রদেশের সাতনার এক সরকারি হাসপাতালের চিকিৎসক অভিনব প্রেসক্রিপশন লিখে ভাইরাল ৷ অবশ্য শুধু চিকিৎসক নন৷ সাতনার কোটার গ্রামের চিকিৎসক সর্বেশ সিং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার৷ নেটমাধ্যমে রবিবার থেকে তাঁর প্রেসক্রিপশন। প্রসঙ্গত সেদিনই এমবিবিএস প্রথম বর্ষের পাঠ্যবই ইংরেজিতে প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

তবে, রয়েছে অন্য প্রাসঙ্গিকতাও৷ যে অনুষ্ঠানে হিন্দিতে এমবিবিএস প্রথম বর্ষের পাঠ্যক্রমের বই হিন্দিতে প্রকাশিত হয়, সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চহ্বন কিছুটা হাল্কা মেজাজেই বলেন এ বার থেকে চিকিৎসকরা তাংদের প্রেসক্রিপশনের উপরে কোনায় বাঁ দিকে আর এক্স (Rx)-এর বদলে এ বার থেকে ‘শ্রী হরি’-ও লিখতে পারেন৷

তার পর বাকি প্রেসক্রিপশন লেখা হতেই পারে হিন্দিতে৷ তবে, চিকিৎসদের প্রেসক্রিপশনে ‘Rx’ লেখার রীতি প্রাচীন কাল থেকেই৷ লাতিন শব্দ ‘রেসিপেয়ার’ থেকে৷ যার অর্থ ‘গ্রহণ করার নির্দেশ’৷ লাতিন অক্ষরমালায় R-এর সঙ্গেই লেখা হয় x-কে৷

আরো পড়ুন: দা’বি যদি বৈ’ধ হয় তবে কেন আদালতের দ্বা’র’স্থ হচ্ছেন না আন্দোলনকারীরা?: ব্রাত্য

২০১৭ সালে এমবিবিএস ডিগ্রি পেয়েছেন সর্বেশ সিং৷ তিনি জানিয়েছেন, তিনি ওই বইপ্রকাশ অনুষ্ঠান লাইভ দেখছিলেন৷ সেখানে অতিথিদের কাছে অনুরোধ করা হয় প্রেসক্রিপশনে হিন্দিতে লেখার জন্য৷ এই অনুষ্ঠান দেখার পরই সর্বেশ ঠিক করেন তিনি ওই দিন থেকেই হিন্দিতে প্রেসক্রিপশন লিখবেন৷