সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শাশুড়িকে কিছু ক’থা না বলাই ভা’লো, ইচ্ছে না থাকলেও গো’প’ন করুন

শাশুড়ি বৌমার সম্পর্ক এক অদ্ভুত সম্পর্ক । না চাইতেও এই সম্পর্কের মধ্যে চলে আসে অনেক দ্বন্দ্ব । একজন শাশুড়ি যেমন উচিত আর পুত্রবধূকে মেয়ের মতন দেখা তেমনি পুত্রবধুর উচিত শাশুড়িকে নিজের মায়ের মতন দেখা। কিন্তু এই দ্বন্দ্ব সমস্যা এক বড় বাধা হয়ে দাঁড়ায়। তাহলে কিভাবে শাশুড়ি বৌমার সম্পর্ক ঠিক রাখবেন তা আজকে লেখার মাধ্যমে জেনে নিন।

1) আপনি আপনার স্বামী কি আপনার শাশুড়ির থেকে বেশি চেনেন এই কথা যেন ভুলেও বলবেন না। এর ফলে উভয় পক্ষের মধ্যে এক দ্বন্দ্বের সৃষ্টি হয়। অতিরিক্ত অভিযোগ করবেন না ।

2) শাশুড়ির রান্না নিয়ে কখনো কোন মন্তব্য করবেন না . বরং ভালোবেসে নিজের আনন্দে শাশুড়িকে রান্না করে খাওয়াবেন । একে অপরের সাথে কাজ ভাগ করে নিন ।

আরো পড়ুন: এই মহিলার বয়স কি সত্যিই ৩৯৯ বছর? ছবি দে’খে কি মনে হ’চ্ছে আপনার?

3) আপনার শাশুড়ির দেওয়া কোনো উপহার নিয়ে সমালোচনা করবেন না আপনার যদি পছন্দ না হয় তাহলে সেটা কখনোই বলতে যাবেন না সম্পর্কের সুরক্ষার জন্য উপহারটি যত্নসহকারে ব্যবহার করবেন ।

4) আপনার স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়ে শাশুড়ির সঙ্গে কোন রূপ আলোচনা করবেন না। কিছু কথা নিজেদের কাছে রাখা ভালো।

5) প্রত্যেক পিতা-মাতা ই সন্তানের কাছে আদর্শ । আপনার মা বাবার সাথে সবসময় শ্বশুর-শাশুড়ির কখনো তুলনা করবেন না।

6) সর্বোপরি অতিরিক্ত আশা করবেন না । অতিরিক্ত আশা নিরাশার কারণ হয়ে দাঁড়ায়। এ বিষয়টি থেকে নিজেকে দূরে রাখুন।