সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের পু’রা’নো মেজাজে! পুরভোটে হবে “হকি খেলা”, হুঁ’শি’য়া’রি অনুব্রত মন্ডলের

পুর নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রত্যেক রাজনৈতিক দল নিজের নিজের মতো করে প্রচার চালাতে ব্যস্ত। তার মাঝেই ফের বিরোধীদের উদ্দেশ্য করে তোপ দাগলেন বীরভূমের তৃণমূল দলনেতা অনুব্রত মণ্ডল। নিজের বক্তব্যের মাধ্যমে বিরোধীদের রীতিমতো হুমকি দিয়ে বসলেন তিনি। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করে তিনি হুমকির সুরে বলেন আসন্ন পুরভোটে ‘হকি খেলা’ হবে রাজ্যে!

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, দেশ জু’ড়ে শো’কে’র পরিবেশ

এদিনের সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করে অনুব্রত মণ্ডল বলেছেন, বিধানসভা নির্বাচনের সময় সেইমতো খেলা হয়েছে! সামনে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনে স্থানীয় নির্বাচনের মতোই খেলা হবে। এই খেলায় যা কিছু প্রয়োজন, সে ক্রিকেট ব্যাট হোক বা হকিস্টিক কিংবা ফুটবল, বা ব্যাডমিন্টন, সবকিছুরই ব্যবস্থা থাকবে।

সব শেষে আবার নিজেই বললেন, হকি খেলা হলেই ভালো হবে। তাই আসন্ন পুর নির্বাচনে ‘হকি খেলা’ হবে বলে হুমকি দিয়েছেন তিনি। উল্লেখ্য প্রত্যেক নির্বাচনের আগেই এইভাবে বিতর্কিত মন্তব্য করে বসেন অনুব্রত মণ্ডল। তবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। তৃণমূল সুপ্রিমোর স্নেহছায়ায় থাকায় প্রত্যেকবারই পুলিশ তাকে ছুঁতে সাহস পায় না। তাই শেষমেষ আদালতকে হস্তক্ষেপ করতেই হয়।

আরো পড়ুন: আজ রবিবার, জানুন কি বলছে আজকের রাশিফল (06.02.2022)

সামনেই বীরভূমের পাঁচটি পুরসভার ভোট হতে চলেছে। বীরভূমের সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর এবং দুবরাজপুরে নির্বাচন হতে চলেছে। শুক্রবার দলের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর কার্যত রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা দেয়। যদিও বীরভূমে অবশ্য তেমন কোনো বিক্ষোভের খবর মেলেনি।