সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টাকা ভ’র্তি ব্যাগ নিয়ে কাবুল ছাড়িনি! এক পোশাকেই দেশ ছে’ড়ে’ছি, সাফাই দিলেন ঘানি

আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানি নিজের দেশ ছেড়ে পালিয়ে ছিল কেন?এবার সেটা নিয়েই একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাছে মুখ খুললেন তিনি। কাবুলকে যখন চারদিক থেকে ঘিরে ফেলেছে তালিবান,তখন হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে একবস্ত্রে দেশ ছেড়েছিলেন দিন। ঠিক এর পরেই আফগানিস্তান চলে গিয়েছিল তালেবানের হাতে। হ্যাঁ আফগান ভাইস প্রেসিডেন্ট সালেহ কট্টরপন্থী দের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, কিন্তু সফল হননি তিনি। এরপর এই সরকার গঠন করেছিল তালিবান। ঘটনার প্রায় চার পাঁচ মাস পর এই বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।

তিনি সাক্ষাৎকারে কি বলেছেন?

তিনি বলেন, দেশ ছাড়া আর কোনো পরিকল্পনাই ছিল না আমার। সেদিন সকাল বেলা তো জানতাম না সন্ধ্যায় কি ঘটবে।আফগানিস্তান প্রশাসন থেকে জানানো হয়েছিল কাবুলে প্রবেশ করছে না তালিবান। স্বাভাবিকভাবেই এই কথা শোনার পর সেখানকার জনসাধারণ অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু তার ঠিক দুই ঘণ্টা পরেই পরিস্থিতি একেবারেই বদলে যায়, একেবারেই হাতের বাইরে চলে যায় সবকিছু। আমি শুনতে পারি বিদ্যুতের বেগে রাজধানী দখল করেছে তালিবান। যদি একদিন বা এক সপ্তাহ সময়ও নিত তারা তাও কিছুটা পরিকল্পনা করা যেতে পারত।কিন্তু দেশ ছাড়ার জন্য মাত্র 2 মিনিট সময় পেয়েছিলাম আমি। আক্তার মধ্যেই সিদ্ধান্ত নেওয়াটা জরুরি হয়ে পড়েছিল। পরে জানা যায় আশরাফ ঘানি যে পোষাকে ছিলেন সেই পোশাকেই দেশ ছাড়তে বাধ্য হয়।

তিনি আরো জানান, সংবাদমাধ্যমের সূত্রে জানা যায় কাবুলকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে তালিবান। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকেও কোনভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছিল না তখন। সমস্ত কিছু একেবারে ভেঙে পড়েছিল,তাই সেই সময়ে যদি আমি আমার পরিজনদের নিয়ে কাবুলে উপস্থিত থাকতাম, তাহলে আমাদের সবাইকে খুন করা হতো। এর সাথে তিনি আরেকটি কথা যুক্ত করেন, আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে দেশ ছাড়ার জন্য 2 মিনিট সময় দিয়েছিল। এমনকি তিনি এটাও জানতেন না তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়?