সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’য়া’ত রাজু শ্রীবাস্তবের সেরা ১০ টি জোকস আ’রো একবার মনে করে নিন

রাজু শ্রীবাস্তব নামটা সকলেরই মোটামুটি জানা। বিশেষ করে যারা একটু বেশি হাস্যকৌতুকের চ্যানেলগুলো বেশি দেখেন তারা তো খুব ভালোই চেনেন এনাকে। ইনি একজন খুব জনপ্রিয় কৌতুকশিল্পী। যিনি ১৯৮০ এর দশক থেকে বিনোদন শিল্পে একজন পরিচিত মুখ, কৌতুক অভিনেতা রিয়েলিটি স্ট্যান্ড-আপ কমেডি শো “দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ” (২০০৫) এর প্রথম সিজনে অংশগ্রহণ করার পর প্রচুর সাফল্য পান।

এছাড়াও রাজু শ্রীবাস্তব “ম্যায়নে প্যার কিয়া”, “বাজিগর”, “বোম্বে টু গোয়া” এবং “আমদানি আথানি খরচা রূপাইয়া” এর রিমেকের মতো হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন। শুধু তাই নয় তিনি ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিল উত্তরপ্রদেশের চেয়ারপার্সন ছিলেন তিনি। কিন্তু আজ আর নেই তাঁর ৫৮ বছরের জীবনের সফর আজ শেষ হয়ে গিয়েছে। দীর্ঘ ৪০ দিন দিল্লির এইমসে ভেন্টিলেশনে থেকে লড়াই করার পর এই বুধবার চলে গেছেন না ফেরার দেশে।

আর তাঁকে আমরা স্টেজে দেখতে পাবো না আর তাঁর এক একটা জোকস শুনে হো হো করে হাসা হবে না। তবে তাঁর জোকস গুলি থেকে যাবে দর্শকদের মনে আজীবন। আজ তাঁর কিছু বিখ্যাত জোকস তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

১. রাজু শ্রীবাস্তবের একটি আইকনিক জোকস ছিল – “তুম জো সাফেদ শাড়ি পে লাল বিন্দি লাগাতি হো, কসম সে, একদম অ্যাম্বুলেন্স নজর আতি হো।”

২. একজন মদ্যপকে পুরোহিত বলেন: মাই সন, আপ জিস রাস্তে পে চল রহে হ্যায়, ইয়ে রাস্তা আপকো নারক মেন লে যায়েগা।
পুরোহিতকে মদ্যপ বলেন: কেয়া বাত কর রহে হো! মুঝে তো ঘাটকোপার পে উতরনা থা।

৩. ভীরু বোলা ‘বাসন্তী ইন কুত্তন কে সামনে মাত নাচনা’। তো হাম বোলে, অ্যায়সে ক্যাইসে না নাচনা? হাম টিকিট কে পুরে প্যায়সে দিয়ে হ্যায়।

৪. গব্বর নে সম্ভা সে পুচা কি, ‘ইয়ে তাম্বাকু খানে ইতনে ওনচে পাহাদ পে কিয়ু জাতে হো?’ তোহ গাব্বার বোলা, ‘কিউকি ওঁচে লগ, ওঁচি পাসন্দ’।

৫. শাদি মেন সবসে খারাব হালত তাব হোতি হ্যায় জাব লাইটিং মেইন লাখো রুপায়ে খরচা কিয়া হ্যায়, লেকিন জেনারেটর নাহি মাঙ্গায়া।

৬. পুলিশ ইন্সপেক্টর: কেয়া বাত হ্যায় মেলে মে রোজ তুমহারা বাচ্চা ক্যাসে খো রাহা হ্যায়? মা: দারোগা জি, হামারে গাঁও কে প্রধান নে কাহি, কি বাচ্চা আগর মেলা দেখানে মেন ডিস্টার্ব করে, তো জান বুঝ কে পেহলে সে হাই পুলিশ চৌকি কে পাস ছোর দো। মেলে মে বাচ্চে লোগো কো পুলিশ বহুত আছা সামহালতি হ্যায়।

৭. শিক্ষক ছেলেকে: কাহে হুয়া, কাল স্কুল কাহে না আয়ে?
ছেলে থেকে শিক্ষক: কাহে কাল জো আয়ে রাহে উনকা কালেক্টর বানা দিয়া হো কা?

৮. বাবাঃ উদাস কিয়ন হ্যায় বেটা?
ছেলেঃ নাহি বাতা সাকতি আপকো।
বাবাঃ আপনা দোস্ত সামাজকে বাতা দো।
ছেলে: আব কেয়া বাতাউ ইয়ার… তেরি ভাবী আইফোন মাং রাহি হ্যায়।

৯. মা নে কাহা, বেটা তেরা শাদি তো হাম হামারি লাড়কি সে করিঙ্গি জো আধার কার্ড কে ফটো মেইন ভি সুন্দর লাগে। আজ তাক কুয়ারা হুন।

১০. কেবিসি প্রধান অমিতাভ বচ্চন প্রতিযোগীকে বলেন: আপ জাহান কাম করতে হ্যায়, আপকে হাত কে নীচে ৫০০ লগ হ্যায়। কেয়া করতে হ্যায় আপ? প্রতিযোগী: জি মেন কবর খোড়তা হুঁ।