সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিসের ভি’ত্তি’তে সাউথ সিনেমার গল্প-লজিক নিয়ে প্র’শ্ন তুললেন করণ জোহর?

বলিউড ইন্ডাস্ট্রি সঙ্গে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি যে ঠান্ডা লড়াই ঘটেছিল সেটি যেন ক্রমশ আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে। হিন্দি ইন্ডাস্ট্রি বরাবর উপেক্ষার নজরে দেখেছে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিকে।

কিন্তু এখন সুযোগ পেয়ে সুযোগ হাতছাড়া করছেন না দক্ষিণ তারকারা। একের পর এক অসাধারণ সিনেমার মাঝখানে যেন মুখ বন্ধ হয়ে যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির। এবার এই বিতর্কে মুখ খুললেন প্রযোজক তথা পরিচালক করণ জোহর।

গত বেশ কয়েক বছর ধরে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতীয় চলচ্চিত্রের ধ্বজা ধরে দেখেছে বলে মনে করা হচ্ছে। এই প্রতিযোগিতায় হাজার চেষ্টা করলেও যেন এগিয়ে যেতে পারছেনা বলিউড।

আরো পড়ুন: শনি মহারাজ এই তিন দেবতাকে ভ’য় পান! এঁদের পুজো করলেই শনির দৃ’ষ্টি থেকে মু’ক্ত হতে পারবেন

তাহলে কি বলিউড হেরে যাচ্ছ? প্রশ্নের উত্তরে করন জহার বলেন, বলিউডি ছবি দর্শকদের বিশ্বাস অর্জন করতে পারছে না। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির পরিচালক বলেন, দর্শকরা ঝাঁকের কৈ এর মত। যেখানে বেশি মানুষ সেখানে ভিড় করে বাকিরা।

দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিকে স্টাইল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ঠিক এখানেই বলিউডের সঙ্গে ওদের পার্থক্য তিনি আরো বলেন, তামিল তথা মালায়ালাম ছবির কাহিনী বরাবর মূল আকর্ষণ হয়ে থেকেছে। এ সিনেমাগুলি অনেক বেশি বিজ্ঞাপনী।

কর্নার ফিল্ম ইন্ডাস্ট্রি দর্শকদের বিশ্বাস অনেকদিন ধরেই জিতে নিয়েছে তার প্রধান উদাহরণ কেজিএফ। দক্ষিণ সিনেমাতে যতই যুক্তি থাকুক না কেন, সমালোচকরা কি বলছে না বলছে তা নিয়ে তারা মাথা ব্যাথা করে না। নির্মাতারা ভিষনভাবে আত্মবিশ্বাসী নিজে সিনেমা নিয়ে।

করন বলেন, এখন যদি বায়োপিক ভালো চলতে শুরু করে তাহলে সবাই বায়োপিক বানাতে বসে যাবে। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি সাফল্য দেখে সকলে ওই ধরনের ছবি বানাতে চাইছে। নিজেদের প্রতি আত্মবিশ্বাস নেই আমাদের। আর এখানেই আমরা মার খেয়ে যাচ্ছি।