সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর, ৩ গুণ বে’শি স’স্তা হ’চ্ছে ওষুধ

এই মূল্যবৃদ্ধির বাজারে এবার ডায়াবেটিস রোগীদের ওষুধ অনেকটাই সস্তা হয়েছে। বুধবারে বাজারে একটি ওষুধ আসতে চলেছে, যা হতে চলেছে ডায়াবেটিসের সবথেকে কম দামি ওষুধ।

অ্যান্টি ডায়বেটিক ওষুধ সিটাগ্লিপটিংয়ের দাম কমে যাচ্ছে। বেশকিছু ভারতীয় কোম্পানি এই ওষুধ চালু করার পরিকল্পনা করেছে। বিশেষজ্ঞদের মতে এন্টি ডায়াবেটিক ওষুধের দাম এবার এক-তৃতীয়াংশ কমে যাবে।

টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসার জন্য এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। শরীরে স্বাভাবিকভাবে ইনসুলিন তৈরি না হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তখন এই ধরনের ওষুধের দরকার পড়ে।

আরো পড়ুন: বাংলায় ব’ন্ধ হতে চলেছে ম’দ! খা’রা’প খবর ম’দ্য’প্রেমীদের জন্য

আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ওষুধ তৈরি করেছে। ২০০৬ সালে মার্কিন এফডিএ একে অনুমোদন দিয়েছে। শরীরকে রক্তে শর্করার মাত্রা নিজে থেকে কমাতে সাহায্য করে এই ওষুধ। বর্তমানে দেশের বাজারে ওষুধের দাম ট্যাবলেট প্রতি ৩৮ থেকে ৪৫ টাকা।

যদি এই ওষুধ বাজারে চালু হয় তাহলে ১৩ থেকে ১৫ টাকায় পাওয়া যাবে। সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে ২০১৮ সালে বিশ্বব্যাপী ডায়াবেটিস ওষুধের বাজার ছিল মোট ৪৮৭৫৩ মিলিয়ন ডলার। ২০২৬ সালের মধ্যে তা ৭৮২৬১ মিলিয়ন ডলারে গিয়ে পৌঁছাবে।