সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই সংস্থা তাদের কর্মচারীদের সাপ্তাহিক বে’ত’ন দিচ্ছে, সা’রা দেশে এই প্রথম

কোভিড অতিমারি পরবর্তীকালে সারা বিশ্বের অর্থনীতিতে একটা বিরাট বদল দেখা দিয়েছে৷ অফিস উঠে এসেছে বাড়িতে। কর্মচারীদের ভালো জীবনযাপনের দিকে নজর রাখা কর্পোরেট কালচারের অন্যতম বড় বৈশিষ্ট্য। সেই দিকে একধাপ এগোল জনপ্রিয় B2B ই-কমার্স সংস্থা ইন্ডিয়ামার্ট। এই কোম্পানি কর্মচারীদের সুষ্ঠু জীবনযাপনের পথ প্রশস্ত করতে তাদের কর্মচারীদের হাতে প্রতি সপ্তাহে বেতনের চেক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোভিড অতিমারি পরবর্তীকালে সারা বিশ্বের অর্থনীতিতে একটা বিরাট বদল দেখা দিয়েছে৷ অফিস উঠে এসেছে বাড়িতে। কর্মচারীদের ভালো জীবনযাপনের দিকে নজর রাখা কর্পোরেট কালচারের অন্যতম বড় বৈশিষ্ট্য। সেই দিকে একধাপ এগোল জনপ্রিয় B2B ই-কমার্স সংস্থা ইন্ডিয়ামার্ট। এই কোম্পানি কর্মচারীদের সুষ্ঠু জীবনযাপনের পথ প্রশস্ত করতে তাদের কর্মচারীদের হাতে প্রতি সপ্তাহে বেতনের চেক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেশের প্রথম সংস্থা হিসেবে নজিরবিহীন এই সিদ্ধান্ত IndiaMart- এর।চাকুরিরত অবস্থায়, প্রত্যেক কর্মচারীর নানারকম আর্থিক চাপ থাকে। পরিবারের হাতে মাসের প্রথমদিকে টাকা তুলে দেওয়ার বিষয় রয়েছে। তারপর নিজেদের জন্য বাজেট তৈরি করতে হয়। কর্মসূত্রে অনেককেই বাড়ির বাইরে থাকতে হয়।

সেখানে ঘরভাড়া দেওয়া, সপ্তাহের বাজার, টেলিফোন এবং ইন্টারনেটের বিল– সব মিলিয়ে সপ্তাহের প্রথম দুটি সপ্তাহ বেশ চাপের মুখেই কাটে কর্মচারীদের।

সেই চাপ খানিক কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছে IndiaMart। তাদের এই সিদ্ধান্তের ফলে কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা কমতে পারে– এমনটাই মনে করা হচ্ছে।প্রত্যেক কর্মচারী প্রতি সপ্তাহে নিজেদের পে-চেক পাবেন।

আরো পড়ুন: মুসলিম নারীদের ভু’ল বোঝানো হচ্ছে, হিজাব বি’ত’র্কে মু’খ খুললেন প্রধানমন্ত্রী

এই পে-চেক অনুযায়ী তাঁরা ফোন, ইন্টারনেট প্রভৃতির বিল জমা দিতে পারবেন, এমনটাই মনে করা হচ্ছে। ফলত মাসের শুরুতেই প্রবল আর্থিক চাপ থেকে খানিকটা রেহাই পাবেন, এমন আশা করা হচ্ছে। অফিসের যাতায়াতের খরচ কমলেও, বেড়েছে ইন্টারনেট, টেলিফোন ইত্যাদির খরচ।

আরো পড়ুন: চাই পুত্র সন্তান, ধর্মগুরুর ক’থা মে’নে নিজের মাথায় তারকাটি পুঁ’ত’লে’ন পাক মহিলা

এছাড়া বাড়িতে অফিসের মত পরিবেশ তৈরি করার জন্য অনেককে কিনতে হয়েছে আসবাবপত্রও। পাশাপাশি, অতিমারির জন্য চিকিৎসাজনিত খরচও বেড়েছে৷ প্রস্তুত থাকতে হচ্ছে যে কোনও আপৎকালীন পরিস্থিতির জন্যও। সমস্ত দিক বিচার করেই প্রতি সপ্তাহে কর্মচারীদের হাতে পে-চেক তুলে দেওয়ার IndiaMart সিদ্ধান্ত নিয়েছে।