সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেশ কয়েকটি নয়া প্র’ক’ল্পে’র ঘোষণা, কৃষকদের জন্য ব’ড়ো খবর শোনালেন অর্থমন্ত্রী নির্মলা

এবছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় কৃষক স্বার্থে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করছেন। কৃষির সঙ্গে সংযুক্ত নতুন কিছু প্রকল্পের বরাদ্দও এসেছে তাঁর বাজেট বক্তৃতায়।

এমনকি জোর দেওয়া হয়েছে মৎস্যচাষ ও পশুপালন ক্ষেত্রের উন্নয়নেও। পিএম কিসান প্রকল্পে বরাদ্দ আগের মতোই ৬ হাজার কোটি টাকা থাকলেও কৃষি ও কৃষক উন্নয়ন খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ৪৬৫ শতাংশ। বরাদ্দ বেড়েছে কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগে।

এ ক্ষেত্রে বরাদ্দের অঙ্ক ৮ হাজার কোটি টাকার বেশি। কৃষিঋণের ঊর্ধ্বমাত্রা বাড়িয়ে ধার্য ১৮ লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০ লক্ষ কোটি টাকা।

আরো খবর: প্রতিযোগীতায় টিকে থাকতে রিচার্জের দা’ম কমলো, দু’র্দা’ন্ত প্ল্যা’ন নিয়ে এলো VI

মৎস্য সম্পদ যোজনাতে এ বারের বাজেট বরাদ্দ ৬ হাজার কোটি টাকা। প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে চাষের জন্য দেশের ১ কোটি কৃষককে সহায়তার প্রস্তাব রয়েছে কেন্দ্রীয় বাজেটে। এর জন্য তৈরি হবে ১০ হাজার সহায়তা কেন্দ্র।

বিকল্প সারের ব্যবহারে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। নির্মলার বাজেট প্রস্তাবে রয়েছে, কৃষিপণ্যে স্টার্ট আপে সহায়তার জন্য ‘এগ্রিকালচারাল অ্যাক্সিলেটর ফান্ড’ এবং ডিজিটাল পরিকাঠামো নির্মাণের প্রস্তাব। মোদী সরকার উদ্যান পালনে উন্নয়নের জন্য পৃথক ভাবে ২২০০ কোটি টাকা বরাদ্দ করেছে।