সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ল’ঞ্চ হ’লো Mi TV 6 Extreme Edition, জেনে নিন দা’ম ও স্পেসিফিকেশন

দুটি অত্যাধুনিক প্রযুক্তির টিভি লঞ্চ করলো চিনের স্মার্টফোন কোম্পানি Xiaomi। Mi TV 6 Extreme Edition এবং Mi TV ES 2022 মডেলের দুটি টিভি সম্প্রতি লঞ্চ করেছে সংশ্লিষ্ট সংস্থা। তবে এই দুটি টিভি আপাতত চীনের বাজারেই উপলব্ধ। Mi TV 6 Extreme Edition-এ থাকছে MediaTek MT9950 চিপসেট। এছাড়াও 3D LUT ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল-গ্রেড কালার কারেকশন প্রযুক্তিও এই টিভির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে বিবেচিত হচ্ছে।

মেইন সেন্সর 48MP এর ডুয়াল ক্যামেরা সেটআপও থাকছে এই আধুনিক প্রযুক্তির টেলিভিশনে। Mi TV ES 2022 মডেলে থাকছে MediaTek MT9638 চিপসেট এবং এটি দুই চ্যানেলের 12.5W চার ইউনিট স্পিকার সিস্টেম সাপোর্ট করে। মাল্টি-জ়োন ব্যাকলাইট সিস্টেম, যার সাহায্যে উন্নততর ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং পিকচার কোয়ালিটি এই দুই টেলিভিশন সেটের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার।

55 ইঞ্চি মডেলের Mi TV 6 Extreme Edition এর দাম পড়ছে CNY 5,999, অর্থাৎ ভারতীয় অর্থমূল্যের বিচারে যা প্রায় 68,900 টাকার সমান। 65 ইঞ্চির মডেলের দাম CNY 7,999 অর্থাৎ ভারতীয় অর্থমূল্যের বিচারে 91,900 টাকা এবং 75 ইঞ্চি মডেলের দাম CNY 9,999 অর্থাৎ প্রায় 1,14,800 টাকা। Mi TV ES 2022-র 55 ইঞ্চি মডেলের দাম CNY 3,399। ভারতীয় হিসেবে প্রায় 39,000 টাকা।

এছাড়াও 65 ইঞ্চি মডেলের দাম পড়ছে CNY 4,399 অর্থাৎ প্রায় 50,500 টাকা। 75 ইঞ্চি মডেলের দাম CNY 5,999 অর্থাৎ প্রায় 68,900 টাকা। আগামী 9ই জুলাই থেকেই এই দুটি টিভি বাজারে চলে আসবে বলে জানানো হয়েছে। mi.com থেকে প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।