সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

HIV-র সফল চিকিৎসা, মারণ রো’গ’কে হা’রি’য়ে চিকিৎসা বিজ্ঞানকে নতুন দি’শা দেখালেন মহিলা

চিকিৎসা ক্ষেত্রে দারুণ এক সাফল্য চিকিৎসকদের। সম্প্রতি আমেরিকার এক এইচ আই ভি পজিটিভ মহিলার চিকিৎসা করে ,মারণ রোগ থেকে বাঁচিয়ে তুললেন চিকিৎসকের দল। আর এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানকে আরও অনেকটাই উপড়ে তুলে নিয়ে গেল। যে মারণ রোগের কোনো ধরনের চিকিৎসা খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেখানেই সফলতা খুঁজে পেয়েছে তারা।

চিকিৎসকেরা জানিয়েছেন, স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। স্টেম দান করেছিল এমন এক ব্যাক্তি, যা কিনা এইচ আই ভির বিরুদ্ধে প্রাকৃতিক ভাবেই প্রতিরোধ করতে সক্ষম। এই গবেষণা কয়েকটি পদ্ধতির মাধ্যমে চলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডা: ইভন ব্রাইসন এবং বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডা: ডেব্রা পারসাউডের নেতৃত্বে একটি বিশেষ চলমান গবেষণায়।

এর আগেও এমন ধরনের মারণ রোগ এইচ আই ভির বিরুদ্ধে লড়াই করেছে চিকিৎসা বিজ্ঞান। সেখানেও মিলেছে সফলতা। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায়, একজন ছিলেন শ্বেতাঙ্গ ও একজন ছিলেন দক্ষিণ আমেরিকার বংশোদ্ভূত পুরুষ। তাদের একে অপরের স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল কিন্তু সেটা নেওয়া হয়েছিল প্রাপ্ত বয়স্কদের কাছ থেকে।

আরো পড়ুন: শনিবার অস্ত যা’বে বৃহস্পতি! আগামী ৩২ দিন স’ত’র্ক থাকতে হ’বে এই রাশির লোকজনদের

এই চিকিৎসার ক্ষেত্রে পদ্ধতি জানা গিয়েছে, প্রথমে এইচ আই ভি রোগীদের পরীক্ষা করে কেমোথেরাপি দেওয়া হয়, যাতে এইচ আই ভি সেলের মৃত্যু ঘটে‌ এরপরেই জেনেটিক মিউটেশন সহ এক ব্যক্তির স্টেম গুলোকে আরেক ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়।এই স্টেম সেল পদ্ধতির মাধ্যমেই রোগীদের এইচ আই ভি থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুলে যায়। যার কারণেই রোগীর দেহে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।