সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শনিবার অস্ত যা’বে বৃহস্পতি! আগামী ৩২ দিন স’ত’র্ক থাকতে হ’বে এই রাশির লোকজনদের

সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি কে গ্রহাধিপতিও বলা হয়। সৌভাগ্য, জ্ঞান, গৃহে শুভ অনুষ্ঠান, এমনকি সন্তানভাগ্যের উপর বিশেষ প্রভাব রয়েছে বৃহস্পতির। আর মাত্র ৩দিন পর অর্থাৎ আগামী ১৯ ফেব্রুয়ারি শনিবার অস্তাচলে যেতে চলেছে বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতির অনুপস্থিতি মানেই সেই সময়ে ঘনিয়ে আসতে পারে অশুভের কালো ছায়া।

কোনো ব্যক্তির বৃহস্পতি যদি দুর্বল থাকে তাহলে তাঁর মধ্যে সদগুণের অভাব দেখা যেতে পারে। আর সেই সাথে ওই ব্যক্তি ভাগ্যের সঙ্গ থেকেও বঞ্চিত হবেন। কুম্ভ রাশিতে আগে থেকেই উপস্থিত ছিল বৃহস্পতি। কিন্তু গত ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সূর্য প্রবেশ করায় কুম্ভ রাশিতে সূর্যের অবস্থানে সূর্যের প্রভাবে বৃহস্পতি দুর্বল হয়ে পড়েছে।

তাই ক্রমশ দুর্বল হতে হতে আগামী ১৯ ফেব্রুয়ারি অস্ত যাবে বৃহস্পতি। তারপর আবার আগামী ২০ মার্চ ফের উদিত হবে গুরু গ্রহ বৃহস্পতি। তাই এই সময়ে কিছু রাশির জাতকদের সাবধানে থাকা আবশ্যক। বৃহস্পতির অস্তাচলে কোন কোন রাশি প্রভাবিত হবে চলুন দেখে নেওয়া যাক।

আরো পড়ুন: ডাইনোসর খাওয়া ছিলো এদের কা’ছে জলভাত! রা’ক্ষু’সে কুমিরের স’ন্ধা’ন মিললো

মেষ রাশি: প্রথমেই আসি মেষ রাশির কথায়। এই রাশির জাতকদের নবম ও দ্বাদশ ঘরের অধিপতি হল বৃহস্পতি। এই সময় কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আশানুরূপ ফল পাবেন না তারা। কর্মক্ষেত্রে তিক্ত পরিবেশ তৈরি হবে। নিজের ইচ্ছের বিরুদ্ধে অফিসের কাজে আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে। আর সেই কারণে অফিসে বসের সঙ্গে ঝামেলা লাগতে পারে।

বৃষ রাশি: গুরু গ্রহ বৃহস্পতি হল বৃষ রাশির অষ্টম ও একাদশ ঘরের অধিপতি। এই সময়ে এই রাশির জাতকদের কোনো কাজ শান্তিপূর্ণভাবে হবে না। সব কাজেই কিছু না কিছু বাধা থাকবে। আর সেই কারণেই কোনো কাজে আশানুরূপ ফল পাবেন না।

মিথুন রাশি: এই রাশির সপ্তম ও দশম ঘরের অধিপতি হল বৃহস্পতি। এই সময় জাতকদের কেরিয়ারে উন্নতি হতে পারে। তবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, অংশীদারের সঙ্গে ঝামেলা হতে পারে।

কর্কট রাশি: কর্কট রাশির ষষ্ঠ ও নবম ঘরের অধিপতি হল বৃহস্পতি। কাজের জায়গায় এতটাই বাধার সম্মুখীন হবেন যে ছোটখাটো কাজ শেষ করতেও আপনার অনেকটা সময় লেগে যেতে পারে।

সিংহ রাশি: সিংহ রাশির পঞ্চম ও অষ্টম ঘরের অধিপতি হল বৃহস্পতি। ঘনিষ্ঠ বন্ধু ও প্রিয় মানুষের সঙ্গে তিক্ত সম্পর্কে তৈরী হতে পারে।

আরো পড়ুন: ভু’তু’ড়ে পাথর দৌড়াদৌড়ি করছে এখানে! আজও র’হ’স্য ঘে’রা আমেরিকার মৃ’ত্যু উপত্যকা

কন্যা রাশি: কন্যা রাশির চতুর্থ ও সপ্তম ঘরের অধিপতি হল বৃহস্পতি। এই সময় প্রচণ্ড কাজের চাপ আপনার পেছন ছাড়বে না। ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

তুলা রাশি: তুলা রাশির তৃতীয় ও ষষ্ঠ ঘরের অধিপতি হল বৃহস্পতি। বৃহস্পতি অস্তাচলে যাওয়ার প্রভাবে বসের সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। ব্যবসার কাজেও আশানুরূপ লাভ হবে না।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির দ্বিতীয় ও পঞ্চম ঘরের অধিপতি হল বৃহস্পতি। এই সময় এই রাশির জাতকরা আর্থিক সমস্যায় ভুগতে পারেন। তাছাড়া ভালো কাজ করেও কারোর প্রশংসা পাবেন না।

ধনু রাশি: ধনু রাশির প্রথম ও চতুর্থ ঘরের অধিপতি হল বৃহস্পতি। অফিসে কোনও কারণে আপনার সম্পর্কে আর পাঁচজনের খারাপ ধারণা তৈরী হতে পারে। চাকরিতে বদলি হতে পারে আপনার।

আরো পড়ুন: হিজাব বিতর্কের সঙ্গে দ্রৌপদীর বস্ত্রহরণকে মি’শি’য়ে দিলেন, ভারতের মিয়া খলিফার ত’ক’মা পেলেন স্বরা

মকর রাশি: মকর রাশির তৃতীয় ও দ্বাদশ ঘরের অধিপতি হল বৃহস্পতি। এই রাশির জাতকরা পারিবারিক জীবনে নানা সমস্যার মুখোমুখি হতে পারেন। এমনকি অফিসেও বসের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির দ্বিতীয় ও একাদশ ঘরের অধিপতি হল বৃহস্পতি। জীবনে নানা ক্ষেত্রে ব্যর্থ হবেন। অকল্পনীয় বিপদের সম্মুখীন হতে পারেন। তাই বিশেষ সাবধানতা মেনে চলুন।

মীন রাশি : মীন রাশির প্রথম ও দশম ঘরের অধিপতি হল বৃহস্পতি। এই সময় প্রচণ্ড মানসিক চাপ এবং অফিসে কাজের চাপে জর্জরিত হয়ে পড়বেন। আর সেই কারণেই কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন আপনি।