সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আন্দামান নিকোবরের আকাশে র’হ’স্য’ম’য় উড়ন্ত বস্তু, চা’ঞ্চ’ল্য

আমেরিকার সাথে চীনের সম্পর্ক যে সাপে – নেউলে সে কথা আর নতুন করে বলার অবকাশ রাখে না।আবার দুই দেশই একে অপরকে সমীহ করে চলে। সূত্রে খবর,সম্প্রতি মার্কিন আকাশসীমায় দেখা গিয়েছে এক অদ্ভুত বেলুন। যেটাকে চীনের গুপ্তচর বেলুন বলে দাবি করেছেন অনেকেই। বেলুনটিকে গুলি করে নাস্তানাবুদ করেছে আমেরিকা।

ঘটনাকে কেন্দ্র করে মার্কিন-চিন রাজনীতির উষ্ণতা বেড়েছে। এই আবহে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আমাদের দেশ থেকেও।সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভারতের বেশ কয়েকটি দ্বীপেও এক বছর আগেও এমনই এক উড়ন্ত বস্তু দেখা যায় আকাশে।

সূত্রে খবর,আন্দামান নিকোবরের আকাশে অদ্ভূত উড়ন্ত বস্তুর আনাগোনা হামেশাই লেগে ছিল।তবে বস্তুটি যে আসলে কি সেটা কেউ আন্দাজ করতে পারেননি সেসময়। অনেকেই বস্তুটির ছবি তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সজাগ হয়।

আরো খবর: চাকরি দু’র্নী’তি’র জা’লে কি টলিউডের আ’রো কেউ কেউ জ’ড়ি’ত? প্রশ্ন ঘুরপাক খা’চ্ছে রাজ্য রাজনীতিতে

প্রতিরক্ষার দিক থেকে আন্দামান ভারতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ।দক্ষিণ চীন সাগর,ভারত মহাসাগর, বঙ্গোপসাগরে ভারতের আধিপত্যের অন্যতম কারণ এই আন্দামানের উপস্থিতি।

এখানে রয়েছে ভারতের মিসাইল পরীক্ষার জায়গা,মালাক্কা প্রণালী। মার্কিন সংস্থার সূত্রে খবর Aim-9X সিডউইন্ডারের সাহায্যে বেলুনটিকে গুঁড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।তবে ভারতের কাছে একমাত্র ভরসা যুদ্ধবিমান।