সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিশু কল্যাণে ব’ড়ো সি’দ্ধা’ন্ত কেন্দ্রের, আসছে “মিশন বাৎসল্য, কি স্কি’ম এটি?

বাংলায় আসছে ‘মিশন বাৎসল্য’। মিশন বাৎসল্যের জন্য কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে সদ্য একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের এই স্কিমে মূলত শিশু সুরক্ষা পরিষেবাকেই বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে, ‘মিশল বাৎসল্যের উদ্দেশ্য হল একটি ভারতের প্রতিটি শিশু যাতে স্বাস্থ্যকর ও সুখকর শৈশব পায়, তার জন্য সমস্ত রকমের সুযওগ সুবিধা দেওয়া।

যাতে তাঁরা নিজেদের প্রতিভা গুণের যোগ্য সম্মান পায়। আর তাতে সহযোগিতা যেন পেতে থাকে।’ এই স্কিমের আওতায় রয়েছে শিশু দত্তক নেওয়ার ইউনিটগুলি, এছাড়াও জুভেনাইল জাস্টিস বোর্ড ও শিশুকল্যাণ কমিটিগুলি। এছাড়াও এই স্কিমে বহু শিশুসুরক্ষা প্রতিষ্ঠানে বাৎসল্য সদন রাখার কথা বলা হয়েছে।