সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাকরি দু’র্নী’তি’র জা’লে কি টলিউডের আ’রো কেউ কেউ জ’ড়ি’ত? প্রশ্ন ঘুরপাক খা’চ্ছে রাজ্য রাজনীতিতে

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ED ও CBI- এর হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়।পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০কোটি টাকা।এছাড়াও উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার গহনাসামগ্রী। এই অর্পিতা পেশায় ছিলেন মডেল ও অভিনেত্রী। অপরদিকে শিক্ষা দুর্নীতিতে নাম জড়ালো আরও দুই ব্যাক্তির।

একজন আরামবাগের শাহিদ ,অপরজন হাওড়ার হৈমন্তী ।সূত্রে খবর শাহিদ নিজে অভিনয় এবং মিউজিক ভিডিও বানিয়েছেন।এমনকি মোটা টাকা বিনিয়োগও করেছে টলিউডে। হাওড়ার হৈমন্তী গঙ্গোপাধ্যায় ও সিনেমা-টিভি সিরিয়ালে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। নিজেও অভিনয়ের সাথে যুক্ত ছিলেন।

দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে তত অভিনয় জগতের সাথে যোগ সূত্র মিলছে সিবিআই – এর হাতে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ED -র হাতে গ্রেফতার হয়েছেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন।

আরো খবর: Group-D এর যো’গ্য প্রার্থীদের চাকরি দেওয়ার প্র’স্তু’তি শুরু করলো SSC, কবে কাউন্সেলিং জানুন

প্রায় ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন তিনি। ইডির জেরার মুখে তিনি স্বীকার করেন পার্থ চট্টোপাধ‌্যায়ের সঙ্গে তার যোগাযোগের কথা।তিনি জানিয়েছেন দফায়-দফায় কোটি-কোটি টাকা পার্থ চট্টোপাধ‌্যায়ের কাছে পৌঁছে দিয়েছেন।

এবার আদালত থেকে হাজিরা দিয়ে বেরিয়ে এক চাঞ্চল্যকর দাবি করলেন কুন্তল।তিনি জানিয়েছেন সব টাকা রয়েছে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে। তবে সেই টাকা নিয়োগ দুর্নীতির কি না, তা খোলসা করেননি কুন্তল।

এর আগেও একাধিকবার গোপাল ও তার স্ত্রীর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন কুন্তল। এছাড়া এই গোপালকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ‘ মাথা ‘ বলেও অভিহিত করেছে কুন্তল।