সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব মাছ ভুলে যান, শুধু ইলিশ খান! কলকাতায় আজকেও ব্যা’প’ক সস্তা ইলিশ

বর্তমানে মধ্যবিত্তের মুখে কিছুটা হাসি ফুটেছে কারণ সবজির দাম বাজারে যথেষ্ট কমেছে। বাঙালিরা কব্জি ডুবিয়ে এখন খেতে পারছে। একদিকে যেমন ইলিশের দাম কমেছে তেমনি পাশাপাশি সবজির দাম কম, তাই সব মিলিয়ে বাজারে গেলেই ব্যাগ ভর্তি করে বাজারে আনার মতো সুযোগ কিন্তু একটা রয়েছে।

সবজি পাতি এবং ইলিশ মাছের দাম কিছুটা কম হলেও কিন্তু অস্বস্তিতে ফেলছে আলুর দাম। কারণ আলুর দাম এখনো পর্যন্ত কিন্তু কমেনি যার ফলে আলু প্রয়োজনের তুলনায় অনেকটাই কম কিনছে আমজনতা। এবার আসুন জেনে নিই বাজারে আজকে মাছ এবং সবজির দাম কত ।

আলু ২৪-৩০ টাকা প্রতি কেজি।

চন্দ্রমুখি আলু রয়েছে প্রতি কেজি ৩৬-৪০ টাকা।

বেগুন পাওয়া যাচ্ছে ৩৫-৪৫ টাকা প্রতি কেজি।

কাঁচকলা পাওয়া যাচ্ছে জোড়া ১০ টাকায়।

আরো পড়ুন: মন্ত্রীত্ব থেকে বা’দ পড়তে চলেছেন পরেশ অধিকারী! কি বললেন অঙ্কিতার বাবা?

লাল শাক পাওয়া যাচ্ছে এক আটি ১০ টাকায়।

পাতিলেবু পার পিস ২-৩ টাকা।

লাউ পাওয়া যাচ্ছে প্রতি পিস ২০ টাকা।

আদা প্রতি কেজি ৫০-৬০ টাকার।

টমেটো পাওয়া যাচ্ছে ৩০-৪০ টাকা।

রসুন পাওয়া যাচ্ছে প্রতি কেজি ৫০-৬০ টাকায় ।

ক্যাপসিকাম প্রতি কেজি ১৫০ টাকা।

ভিন্ডি পাওয়া যাচ্ছে প্রতি কেজি ২০-২৫ টাকা।

পটল পাওয়া যাচ্ছে প্রতি কেজি ১৫-২৫ টাকা।

এবার আসুন জেনে নিই বাজারে মাছের দাম কত কি।

রুই মাছ পাওয়া যাচ্ছে প্রতি কেজি ১৯০ টাকা।

ইলিশ মাছ ৩০০ গ্ৰামের ৫০০ টাকা থেকে শুরু।

কাতলা মাছ প্রতি কেজি ৩০০-৪০০ টাকা।

বড় ইলিশ মাছ এক কেজির পাওয়া যাচ্ছে ১৫০০ টাকা ।

প্রতিকেজি কৈ মাছ ৫০০ টাকা।

মাঝারি আকারের টেংরা প্রতি কেজি ৩০০ টাকায়।

ভেটকি প্রতি কেজি ৬০০-৮০০ টাকা।

কাঁকড়া প্রতি কেজি ৮০০ টাকা।

পমফ্রেট প্রতিকেজি ৫৫০-৭০০ টাকা।

মাটানের দাম প্রতি কেজি ৭০০-৭৪০ টাকা।

চিকেনের দাম প্রতি কেজি ১৮০-১৯৫ টাকা।

গোটা মুরগির দাম প্রতিকেজি ১৩০-১৪৫ টাকা।

দেশি মুরগির দাম প্রতি কেজি ৪০০-৪২৫ টাকা।